
সফলতার গল্প নেই তাই আমার কাছে মানুষের ভীড়ও নেই,
সফল হওয়া মানুষগুলোর বাঁকা হাঁসি ভালো করেই হজম করেছি।
সমস্যা নেই
আক্ষেপ পুষে না রেখে চায়ের কাপের ধোঁয়ার সাথে চাপা কষ্টগুলো উড়িয়ে দিয়েছি,
সমস্যা নেই
হয়তো এইবারের মত অপ্রস্তুত হয়ে পড়েছি কিন্তু থেমে যাচ্ছি না।
মায়ে খেদানো বাপে তাড়ানো ছোকড়ার মত আমাকেও ওই ভদ্রপল্লী থেকে বিতাড়িত করা হয়েছে,
যাকেই নিজের অক্সিজেন ভেবেছি তিনিই আমার সাথে ছেলে খেলা করেছেন।
সমস্যা নেই
সময় গড়ালে সময়ের জবাব ঠিক পেয়ে যাবেন
সমস্যা নেই
হয়তো এইবারের মত দু:খ পেয়েছি কিন্তু থেমে যাচ্ছি না।
কবিতার নির্জন কুটিরে সাজিয়ে রাখা শব্দগুলো কেমন খসখস করে,
বাক্যগুলো কেমন হোঁচট খায়, বর্ণগুলো কেমন ঝরে পড়ে।
সমস্যা নেই
আগুন দিয়ে রক্ত দিয়ে কয়েকটা কবিতা কোলাজ করে রেখেছি সামনের বসন্তের জন্য
সমস্যা নেই
হয়তো এইবারের মত ধাক্কা খেয়েছি কিন্তু থেমে যাচ্ছি না।
বিষ খাইয়ে আমাকে মারতে পারেন নাই শেষ পর্যন্ত মিঠাই খাইয়ে মারতে চেয়েছেন।
সমস্যা নেই
জায়নামাজ ছাড়া আর কোথাও মেরূদন্ড বাঁকা করি নি
দ্রোহের দাহ নিয়ে অথৈ সমুদ্র সাতরিয়েছি তবু কাত হয়ে যাই নি।
সমস্যা নেই
হয়তো এইবারের মত হেরে যাচ্ছি কিন্তু থেমে যাচ্ছি না…
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


