
আজ কোন বক্তৃতা দেবো না আপনাদের সামনে
মাউথপিসের পেট থেকে আজ কথার কোন আগুন ঝরবে না
অফুরান কথার মালা গাঁথতে যাওয়াটা আজ শুধুই বোকামি হবে।
আজ শুধু স্বল্পদৈর্ঘ্য কথা হবে
শুধু কবিতার ভাষায় কথা হবে
অপরিমেয় পিপাসার গান হবে
আজ কারো আসার কথা আছে।
আজ কোন ধরনের বিশৃঙ্খলা হতে দেবো না
আজকের জন্য সব কষ্ট কান্না ক্লান্তির আনডু বাটন চেপে দেবো
যানজটের দীর্ঘ অপেক্ষা থাকবে না
থাকবে না কোন কালোবাজারি, জোচ্চুরি
থাকবে না প্রহসনের নিত্য নিত্য ফন্দি।
আজ অন্ধকারের বুক চিড়ে আলোর ফুল ফুটবে
নির্জীব শেওলা থেকেও সবুজের ইংগিত মিলবে
সুশৃঙ্খল পৃথিবীর স্বপ্ন সত্যি সত্যি বাস্তব হবে
আজ কারো আসার কথা আছে।
আজ কোন অবহেলা হতে দেবো না
জীবনকে পুড়িয়ে পুড়িয়ে আর নি:শেষ হতে দেবো না
করোটির ভেতরে তাজা তাজা গোলাপ জমা করেছি
আজ শুধু তুমুল প্রেমে হাবুডুবু খাবো।
আজ রাতে ঘুমাবো না
রাত জেগে জগতের সবচেয়ে সাবলীল
সবচেয়ে লাবণ্যময়
সবচেয়ে দামী শব্দে একখান অভ্যর্থনাপত্র লিখবো
সমুদ্র নিংড়ানো সবটা দরদ দিয়ে সাজিয়ে গুছিয়ে একখান অভিনন্দন বার্তা লিখবো
সেই সুবহ সাদিক থেকে ভালোবাসা সম্মান শ্রদ্ধার দীপ অনির্বাণ করে রেখেছি
আজ যে কারো আসার কথা আছে…
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


