
এই বাংলার কলাপাতা সবুজে আমি হেঁটেছি প্রাণ ছুটিয়ে
বাংলার ঝিরিঝিরি বাতাসে সেরেছি সময়ের দীর্ঘ রুপালি স্নান
বাংলা আমার কৃষাণি মায়ের নাম
বাংলা আমার সন্তানের নাভীমূলের নাম
শত বছরের হৃদয় আর্তি ছেকে এই বাংলা আমায় দিয়েছে জগতের প্রগাঢ় প্রশান্তি।
ওতো সহজে শোধ হবার নয়।
আমায় দ্বিতীয় প্রাণ দিয়েছে উত্তর বাংলার
নরম কোরক সূর্য আলো
কুয়াশামাখা ধূসর সকাল
আমি বিগলিত হই
ক্ষেতের হলুদ রাজ্যে
আমি বিদগ্ধ হই
হেমন্তের নরম উৎসবে
লেপ জড়ানো এই বাংলার প্রতিটি পউষ সন্ধ্যা আমায় দিয়েছে
জীবনের সব আরামদায়ক ওম,
এই বাংলার সোঁদা মাটি আমায় দিয়েছে ঈর্ষণীয় সব বরপুত্র।
ওতো সহজে শোধ হবার নয়।
ভিখেরির মত হাত পাতি নি
কিটস,ইয়েটসের কাছে
ছন্দ ও কথার ঝিলিকের জন্য আমাকে যেতে হয় নি বোদলেয়ার, মালার্মের দরজায়,
আমার কবিতার একান্ত সংসার সাজিয়েছি
জীবনানন্দ নজরুল শামসুর রহমান দিয়ে
চর্যাপদের প্রতিটি কাব্যেকুসুম আমায় ভারী বুঁদ করেছে অহর্নিশ
মংলকাব্যের প্রতিটি শব্দঘ্রাণ আমায় ভাসিয়ে নিয়ে যায় উদ্দাম স্বপ্নময়তায়।
ওতো সহজে শোধ হবার নয়।
এই বাংলা
আজো জাগরুক আমার জাগরণে
আমার মননে হ্নদয়ে আদর্শে,
বাংলা রবে চির নন্দিত চির বন্দিত
বাংলা বেঁচে রবে অনন্তলোকের শেষ অন্তে
ওতো সহজে শোধ হবার নয়…
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


