
চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না
আমি আছি তোমার নিজস্ব জগতেই
থাকবো তোমার নীরব নিউরন হয়ে
আমি না হয় মরে গিয়ে স্মৃতির কুড়ানো নুড়ি হয়ে রবো
মন চাইলে আমাকে খুঁজে নিও কবিতার গাঢ় উত্তেজনায়।
চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না
আমি আছি তোমার খুব নিকটেই
থাকবো তোমার বাম অলিন্দ হয়ে
আমি না হয় মরে গিয়ে সমুদ্রের এক খাবলা ঘন নীল হয়ে রবো
মন চাইলে তপস্বীর মত আমাকে খুঁজে নিও স্বচ্ছ জলের পাতলা লেয়ারে।
চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না
আমি আছি তোমার বৃত্তের ভেতরেই
থাকবো তোমার আয়না হয়ে
আমি না হয় মরে গিয়ে আকাশের তাঁরা হয়ে রবো
মন চাইলে নিভু নিভু জোনাকির আলোতে নির্জীব চাতকের মত হাজারো তাঁরার মাঝে আমায় খুঁজে নিও।
চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না
আমি আছি তোমার অংগুলি দুরত্বেই
থাকবো তোমার পিপাসা মেটানোর জলাধার হয়ে
আমি না হয় মরে গিয়ে মিলে যাবো
শব্দের জংগলে
আলোর বন্যায়
নীড়ে ফেরা পাখিদের দলে
মন চাইলে সান্নিধ্যের অপার সুতোয় আমাকে বেঁধে রেখো…
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


