
একটি ফুলকে বাঁচাবে বলে হাতে রাইফেল নিয়ে যে তরুণের দল
মায়ের আঁচল ছাড়লো
বউয়ের মেহেদী রাংগা হাত ছাড়লো
কোলের শিশুর মায়া ছাড়লো
ঘর ছাড়লো
উঠোন ছাড়লো
নাড়ীপোতা মাটি ছাড়লো
সেই যুদ্ধ এখনো শেষ হয় নি।
একটি পতাকার জন্য
একটি পরিচয়ের জন্য
একটি মহাকাব্যের জন্য
এক সাগর রক্ত ঢেলে
লাল সবুজের যে বিজয় এনেছিলো আবাল-বৃদ্ধ-বনিতা
সেই বিজয়ের ক্ষুধা এখনো শেষ হয় নি।
অসাম্যের বিরান ভূমিতে ইনকিলাবের সিলমোহর লাগিয়ে দিবে বলে
আজাদীর জমিনে ইনসাফের চাষাবাদ করবে বলে
ধ্বংসস্তূপেও দাঁড়িয়ে জীবনের জয়গান করবে বলে
পিপীলিকার মত গর্জে উঠেছিল যে
ছাত্র জনতা
সেই গর্জনের ঢেউ এখনো শেষ হয় নি।
সোনার বাংলা শ্মশান কেনো
ভাইয়ের বুকে বুলেট কেনো
আমার ভাই মরবে কেনো
সিংহের হুংকারে যে প্রশ্নের ঝড় উঠেছিলো
পদ্মা মেঘনা যমুনায়
সেই প্রশ্নের ঝড় এখনো শেষ হয় নি…
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



