
অবারিত সুখে বিহ্বল হয়ে
তুমি আমায় খুঁজতে থাকো,
আমি স্বয়ং আত্মগোপনে,
নিজের কাছে নিজে।
তোমার জিঘাংসা , উৎকণ্ঠা পেরিয়ে
আমার সন্নিহিত হতে পারো না,
আমিই বিঘ্নতার সৃস্টি করে বসি।
খোলাসা করার বা হওয়ার অভীপ্সায় ,
ব্যাপৃত তুমি আমি দুজন।
আত্মগোপনের গূঢ়, স্বইচ্ছায় ব্যক্ত করছি তবে।
আমি যে তরী নিয়ে যে যাত্রা করেছি ,
তা তুমি পূর্বজ্ঞাত।
তোমার বিরহ স্থলনে আমি শক্ত নগ ,
ক্লান্তি কালের পিয়াসায় সুপেয় ,
ভীতিতে হিংস্র শরভ।
আমার সাথে তোমার দুঃখ
নিভৃতে করো সঞ্চার
আমি তাতেই তুষ্ট
যথেষ্ট।
তোমার সুখকালের সান্নিধ্য
আমার প্রগাঢ় অবলোকনীয় ,
সত্তা হারিয়ে তুমি আমাকে
কোনো এক কোনে রেখে
হারিয়ে যাও ,
যা অবস্থান করে
আমার অস্তিত্বের বাহিরে ।
তাই সুখে বিহ্বল হয়ে থাকা
তোমার চতুর্পাশে আমি অদৃশ্য,
সেখানে আমারও অন্যরকম সুখ বিরাজ করে।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


