দেখিনি বাহান্ন বা একাত্তর ,আমার জন্ম হলো পরে,
জেনেছি সে ইতিহাস, আসেনি জয়ের সফলতা আরাম আয়েশে ।
কত মৃত্যু, কত পঙ্গুত্ব, কত মা বোনের সম্ভ্রমহানি ,
কত সাহসী যুবারা হারিয়ে গিয়েছে,এখনো ঘরে ফেরেনি।
তাদের আত্মত্যাগে মাথা উঁচিয়ে দাঁড়ালো এক দেশ ,
স্বাধীন বাংলা,সবুজ বাংলা,সোনার বাংলাদেশ।
প্রজন্ম থেকে প্রজন্মে আজ কত অবক্ষয় ,
বীরের জাতির এমন দশা রন্ধ্রে রন্ধ্রে ভয়।
বয়োবৃদ্ধরা বলেন, তোদের কী হয়েছে হায় ,
কোথায় তোরা হারিয়ে গেলি, আবার স্বরূপে ফিরে আয়।
তোদের গল্পগুলো মূল্যহীন আজ , রক্তগুলো পানসে ,
তোদের চষিয়ে খাচ্ছে প্রভুর মতো পরদেশের মানষে।
কিসব তোদের নাচানাচি, তোরা অস্ত্র ধরতে পারবি ?
না-কি শহর জুড়ে ধ্বজভঙ্গের পোস্টার শুধু পড়বি ?
বাহ্ , তোদের অনেক শক্তি পেশীর মধ্যে নিজের ভাইকে মারতে ,
তুই মূর্খ , তুই অমানুষ পারবিনা দেশের স্বার্থে লড়তে।
মনে আছে ? ৭১ এ তোর মাকে তুলে নিয়ে গেলো ,
তারপর রক্তাক্ত হয়ে পড়েছিল তার পবিত্র সেই দেহ।
টগবগিয়ে খুন করেছিলি তুই, সেই জানোয়ারের পাল ,
আজ কী হলো রে নতুন যুবক, তুই ছিড়ছিস কার ......ল ?
কত নেতার পিছে ঘুরে বেড়াস , দেখতো নেতার আছে কী ?
কিসের নেতা , কার নেতা করে চুরি চামারি।
বলিষ্ঠ তোর দেহ ? নাকি আস্ত ঠোল্লা বাঁশ ?
দিন নেই রাত নেই তোর নেশার মধ্যে বসবাস।
তোকে জিজ্ঞেস করলাম, বলতো দাদু স্বাধীনতা দিবস কবে ,
তুই হেসে দিলি দৌড় জানিনা বলে,লজ্জা কি তোর হবে ?
লজ্জা শরম উঠে গেছে, তুই হেলেদুলে করিস নাচ ,
কেমনে আবার নেতৃত্ব দিবি যদি যুদ্ধের হয় আচ।
ভাইরাল আর জনপ্রিয়তায় তুই কয়দিন থাকবি বেঁচে ,
সত্যিকারের মানুষ যারা, তোদের মুখে থুতু দিবে।
আফসোস বড়ো আফসোস, এরা কেন এমন হলো ,
কেন আজ ভিনদেশি প্রভুদের হাতে দেশটি ছাড়তে হলো ?
(প্রতিটা সেক্টরে ভিনদেশি প্রভুরা বসে আছেন স্যার হয়ে , আর আমরা তেল দিতে দিতে নিজের দেশে মূল্যহীন আজ। যদিও একটু বড়ো কোনো পোস্টে আহরণ করতে পারি, তবে মাটিতে পা ফেলিনা কেউ । অর্ধ শতাব্দী পরেও নিজেদের নিজস্ব কোনো সিস্টেম দাঁড় করতে পারি নি অন্যের ভেতরে আঙ্গুল দেওয়ার কারণে। ৭১ এ যেসব রক্ত বিসর্জিত হয়েছিল, সেই রক্তগুলো কোনো এক পবিত্র এবং সুউচ্চ স্থানে হয়তো হারিয়ে গেছে ।
ইহা কোনো রাজনৈতিক বা দলীয় পোস্ট নয় , শুধুমাত্র নিজেদের প্রজন্ম থেকে প্রজন্মের নেতিবাচক বিবর্তন নিয়ে লেখার চেষ্টা, যেটা ইতিবাচক হতে পারতো। )
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৮