
তোমার চোখের কাজলে আঁকলাম এক দীঘি
স্বচ্ছ জল আর সাদা হাঁসের মিতালী সেখানে,
দখিনা বাতাসের খোলামেলা প্রবাহে কবিতা লিখি
তোমার ফাগুন যেন এলো গোপনে।
খুব চেনা চেনা লাগে ,যা দেখো তা ,
যা অনুভব করো তাও।
আমারও কি এমন হবে ফাগুন এলে ?
আমার বুকের ভিতরে তুমি আঁকলে এক ঘর
আমি ছটফট করি ,তুমি ছড়াও সুবাস ,
বাহিরে ঝড়ঝাপটায় আমি একদম অনড়
গোপনে এলো বুঝি আমার সর্বনাশ।
খুব মায়া মায়া লাগে , যা পাই তা ,
যা হারাই তাও।
তোমারও কি এমন লাগে সর্বনাশে ?
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



