ছবি : আমার তোলা (অতি ঝাপসাভাবে মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছিলো)
এক যাত্রায় শুনি মনভরে সুখগান
কাশঁফুলে ভরা দূরের কাঁশবন,
কাছে যেতেই সব ফাঁকা,
শুধু বাতাস, সাথে সব শুনশান,
আমি শুনেছিলাম কত গুনগান।
এক রাত্রে স্বপ্ন চোখে ভেজা জল
দ্রুতযান শুন্যে ভেসে গায় বোবা গান,
ধুঁয়ে মুছে করে কিছু আনন্দ টলমল,
শুধু রোদ্দুর নেই আগের মতো ঝলমল,
আমি দেইনা আর পুরোনো শহরে টহল।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২৪ রাত ২:৩৪