
ছবি : ইন্টারনেট
তোমার উদোম পিঠে কতবার নদী এঁকেছি
ঠোঁট ছোঁয়ানোর বায়নায়,
সে নদী বয়ে গেছে আমার তৃষ্ণার্ত মরু প্রান্তরের মাঝ বরাবর,
তপ্ত বালিচরের রৌদ্রশিখা যেমন
মুহূর্তেই শীতল থেকে শীতলতর হয়ে গেছে,
তেমনি প্রতিবার পরিশ্রান্ত হয়ে উঠেছি নতুন তীরে,
ভাঙা গড়ার নৈমত্তিক খেলায় গা ভাসাইনি অযথা।
তুমি আমার প্রকৃতি হয়ে আছো জোয়ার ভাটায়,
আমার সমস্ত আহরণ,অবগাহন
লেপ্টে আছে তোমার প্রতিটি মোহনায়।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



