
ছবি: আমার আঁকানো
তোমার ছায়া আজ অবধি আমার সঙ্গী হয়ে আছে।
প্রথম যেদিন তোমাকে মায়া বলে ডেকেছিলাম,
সেদিন ভুলে গিয়েছিলাম পাওয়া বা না পাওয়ার প্রাসঙ্গিকতা,
আমি সুখী, সর্বক্ষণ।
মনে হয় কেউ একজন ভাবছে,
স্পর্শ করে যাচ্ছে আমার নামের প্রতিটি অক্ষর,
নির্দ্বিধায় বুকে মাথা রেখে খুন হয়ে যাচ্ছে অন্ধকার গুহায়,
চোখ মেলে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে অবলীলায়।
সে আমাকে ভুলবেনা।
যে মন দূরত্ব বোঝে না,
হার মানায় আলোর গতিকে,
তার সামনে বাঁধা হয়ে দাড়াও,
ভেঙে দিবে, চুরমার করে দিবে।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




