ঝিঁঝি পোকার শব্দের সাথে ভেসে আসে
রাতের বিষন্নতার নগ্ন প্রতিচ্ছবি,
যেমন তুমি নগ্ন হতে চিৎ হয়ে থাকা নাগরের কামুক শরীরের ওপর।
আমি পুলকিত হয়েছিলাম
তোমার ভুল ঠোঁটের ছোঁয়ায়।
আলতো স্পর্শ করে হারিয়ে যেতে অদূরে
ভেবেছিলাম বহুদূর,
দেখেও দেখিনি জোড়া লাগানো দুটো শরীরের বিন্যাস,
পর্দার এপাশ ওপাশ,
আমি লুন্ঠিত হয়েছিলাম
তোমার পুলকিত বুকের আলিঙ্গনে।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


