আরও নতুন কিছু ছবি আঁকা হয়েছে। ছবিগুলো দেখুন মতামত দিন-
১।

তুমি সুন্দরও আমার অন্তরও তুমি যে আমার.....................।
২।

কার বেদনায় কৃষ্ণচূড়া লালে লাল হলো। বল তুমি বল।
৩।

ভালবাসায় বেধেছি সোনালু ফুল তোমারে। তুমি অবহেলিত নও কবিরও অন্তরে।
৪।

তুমি ফুল মনেরি সেরা ফুল। তোমারে আমি চিনিতে করিনাতো ভুল।
৫।

মনেরও ফুলদানিতে তোমাকে সাজিয়ে রাখবো সারাটি জনম ধরে। তুমি থেক এই অন্তরে।
৬।

এই পৃথিবীর পরে কত ফুল ফুটে আর ঝড়ে.......................।
৭।

এই অন্তরে নিরন্তর থাকে যে, কত যে আপন, কত যে ভালবাসার সে।
৮।

ফুলের গায়ে অপার হয়ে বসে থাকে প্রজাপতি, কথন যে উড়ে যাবে বুঝা যায়না মতি গতি।
৯।

নামুক রঙিন বৃষ্টি। ভাসিয়ে নিয়ে যাক অনাসৃষ্টি।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৮ সকাল ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




