
গত বুধবার ভোরে শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিন কুমিল্লা শহরের নানুয়া দীঘির উত্তর পাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। ব্যস আর যায় কোথায় কে করল, কেন করল এসব না দেখে না ভেবে কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক এবং ব্যাপক ভাঙচুর চালানো হয় সেখানে।
তারপর আগুন ছড়িয়ে পড়ে সারা দেশে চাঁদপুরের হাজীগঞ্জে, নোয়াখালীর বেগমগঞ্জে,রংপুরের পীরগঞ্জসহ সারাদেশে হিন্দুদের ওপর হামলা সংঘর্ষ হয়। মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা–ভাঙচুর চালানো হয়। লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আহত হয়েছেন অনেক এবং নিহত হন কয়েকজন।
কথা হচ্ছে এর নেপথ্যের নায়ক ভবঘুরে ইকবাল হোসেন। কি অদ্ভুত ও আশ্চার্যের বিষয় একজন ভবঘুরে ইকবাল হোসেন জন্য সহিংসতা ছড়িয়ে পড়ল সারা দেশে। গ্রেফতার হলে ইকবাল আসলেই ভবঘুরে কিনা তা নিশ্চত হওয়া দরকার। এবং এর পেছনে কারো হাত আছে কিনা তা বের করা প্রয়োজন। তারপর তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিৎ যাতে ভবিষ্যতে এধরনের জঘন্যতম বর্বর কাজ কেউ করার সাহস না পায় তা হোক সে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান বা যে কোন ধর্মাবলম্বী কিংবা তার সামাজিক বা রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন।
ছবিটি প্রথম আলো থেকে নেয়া। এমন অমানবিক, মর্মস্পর্শী, দুঃখজনক অনেক ছবি আমরা দেখেছি সম্প্রতি । তাই মানুষ তুমি মানবিক মানুষ হও।
ছবি-প্রথম আলোর সৌজন্যে।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




