বাসার কাছে যে দোকান সেখানে আর্ট পেপার শেষ হয়ে গেছে বেশ কয়েকবার খালি হাতে ফিরে এসেছি গতকাল জিজ্ঞাসা করলাম আর্ট পেপার এনেছেন কিনা দোকানি হেসে বলল এনেছি আর্ট পেপার কিনে বাসায় আসলাম।
আজকে সন্ধ্যার কিছুক্ষণ আগে থেকে আঁকার জন্য মন চাচ্ছিল তো সবকিছু নিয়ে বসে পড়লাম। কি ছবি আকবো সেটা নিয়ে প্রথমে ভাবলাম। মাথায় আগে থেকেই পাহাড়,আকাশ আর রাতের কথা ঘুরছিল । তাই এই তিনটি সমন্বয়ে একে ফেললাম নতুন বছরের নতুন একটি চিত্রকর্ম।
আঁকাআঁকি করতে বসার কিছুক্ষণের মধ্যেই কন্যা এসে হাজির। তাকেও রং দিতে হবে আঁকতে দিতে হবে। ওর এই আঁকাআঁকি এবং আমার ছবির মধ্যে কয়েকবার হানা দিয়ে নষ্ট করার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রায় ০৯ টার সময় আকা শেষ হলো।





সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২২ রাত ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



