
দুপুরের পর ব্লগে চোখ রাখতেই এক নতুন নিক দেখতে পেলাম। সেই নিক থেকে একাধারে আমারসহ, বাকপ্রবাস, তানীম আব্দুল্লা, জুলভার্ন, কলাবাগান-১, ইন্দ্রলীনা, সোনাবীজ অথবা ধুলোবালি ছাইসহ আরও অনেকের পোস্টে কমেন্ট করেছে। এই অসভ্য নাম ও বিকৃত ছবিওয়ালা নিকটির মন্তব্য দ্রুত সময়ের মধ্যে মুছে ফেলাতে ও ব্যবস্থা নেওয়াতে ব্লগ টিমকে ধন্যবাদ।
সেই সাথে আরও জানাচ্ছি যে, যে বা যারা এর সাথে জড়িত তাদের ধরতে পারলে মূল আইডি ব্যান করার দাবী জানাচ্ছি।
ধিক শত ধিক সেই কুলাঙ্গারকে যে এহেন কান্ড ঘটিয়েছে।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২২ বিকাল ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




