
সেদিন রাতে কন্যার মা ওয়াড্রব গোছানোর জন্য সমস্ত কাপড় চোপড় খাটে রাখতেই কন্যা সব কাপড়চোপড় ঘেটে পিংক কালারের একটা হেজাব হাতে নিয়ে খুশি হয়ে উঠল।
সেই হাজাব দিয়ে সে পোশাকের মতো করে পরতে চেষ্টা করল। নিজের ছোট্ট হেজাপ মাথায় দিয়ে এবং মায়ের হাজাবটি শরীরে পড়ে সে আমাকে ডাকতে লাগল দেখার জন্য যে, ফাইনালি সে একটা কিছু করতে পেরেছে।
আমি দেখে বললাম- ওয়াও দারুন ফ্যাশন হয়েছে তো। একটু দাঁড়াও তোমার একটা ছবি তুলে নেই।
দুটো হেজাব দিয়ে এমন ফ্যাশনেবল ভাবে নিজেকে সাজাতে পেরেছে বলে আমি তার প্রশংসা করতেই সে সামনে থেকে চলে গেল লজ্জায়।
পৃথিবীর সমস্ত শিশুদের শৈশব কৈশোর সুন্দর কাটুক। ভালো কাটুক তাদের শিশুকাল।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




