
আজকের গল্প হেজাব ও ফুটবল খেলা।
কন্যাকে নিয়ে গত বৃহস্পতিবার তার নানার বাড়ি এসেছি বেড়াতে। খুব গরম পড়েছে এ’কদিন। বিকালের দিকে বিদ্যুৎ না থাকায় সে ঘুম থেকে তাড়াতাড়ি জেগে উঠে । কন্যাকে খালি গায়ে রেখেছি কারণ গরমে তার ঘামাচি উঠতে শুরু করেছে। এদিকে বাচ্চারা উঠানে ফুটবল নিয়ে খেলা করছে। সেও সে খেলাতে যোগ দিবে তাই সে দৌড়ে গিয়ে জামা না পেয়ে তার হেজাবটাকে সম্বল করে সেটা পরে খেলা শুরু করে দিয়েছে।
আমি একটা হুমায়ূন আহমেদের উপন্যাস পড়ছিলাম। হইচই শুনে উঠানের সামনে এসে দেখি কন্যা আমার অদ্ভুত সাজে সেজেছে এবং বাচ্চাদের সাথে ফুটবল খেলছে।
তাকে ডেকে বললাম হেজাব খুলে ফেল। সে বলল-না খুবলবা।
- গরম লাগবে।
-লাগুক।
-ঘামিয়ে যাবে।
-আমি কি খালি গায়ে খেলব ? কিচ্ছু বুঝেনা।
বুঝলাম যত ঘামাক আর গরম লাগুক সে সবার সামনে খালি গায়ে থাকবেনা।
তা এই সাজ দেখে আমার ইরানি মেয়েদের ফুটবল খেলার কথা মনে পড়ে গেল। ইরানি মেয়েরা আপাদমস্তক ঢেকে খেলায় অংশগ্রহণ করে এমনকি তাদের নিজস্ব দেশেও খেলা প্র্যাকটিস করার সময় তাদের পর্দা মেনে চলতে হয়।
খেলা, হিজাব ও পর্দা অদ্ভুত এক মিশেলের নতুন সংস্কৃতির রূপ মনে হল আমার কাছে।
অনেক বলে কয়ে তার একটা ছবি উঠালাম। তাকে দেখতে অদ্ভুত দেখাচ্ছে।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




