অনেক অনেক দিন পর এই চিকনা ঝরঝরে ফরফরে ফড়িং গুলোকে দেখলাম । খুব কাছ থেকে দেখলাম। ছেলে বেলায় অনেক ফড়িং ধরেছি বিশেষ করে লাল ফড়িং ও গোয়াল্লা ফড়িং ছিল বিশেষ আকর্ষণ। আর এই কাঠি বা খিলাল ফড়িং(আমাদের এলাকায় এ নামেই পরিচিত) ধরে ধরে ছেড়ে দিতাম।
কবি জীবন বাবুর কবিতায় বলেছেন-
‘যে জীবন ফড়িঙের দোয়েলের, মানুষের সাথে দেখা হয় নাকো তার...’
ঠিক এর উল্টোটিও বলা যায় - যে জীবন মানুষের তার সাথে হয়নাতো দেখা ফড়িং কিংবা দোয়েলের।
ভাল কথা-আপনাদের এলাকায় কি নামে ডাকে এই ফড়িংকে। গুগলে সার্চ করে কাঠি বা খিলাল ফড়িং নামে কিছু পেলাম না।






সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




