
তোমার চোখে যে অগ্নি
একদিন আমারও ছিল তা
কেবল আমার ছিল না প্রতিরোধ
তুমি নাও প্রতিশোধ বাধা দেব না।
আলেয়ার পিছে ঘুরে ঘুরে
মিছে মায়ায় মরেছি
তোমার কাননের ফুল হতে গিয়ে
শুধুই অবহেলায় ঝরেছি।
তবুও নদীর জল গড়ায়
সাগরে উঠে কত যে ঢেউ
তোমার বুকে ভালোবাসার মশাল
নতুন করে জ্বেলেছে কেউ
তুমিও অনুভব করবে একদিন
অনাকাঙ্খিত প্রত্যাখানের জ্বালা
নয়ন জলে শুকাবে
গেথেছিলে ভালোবাসার যে মালা।
হৃদয় ভাঙ্গা ঢেউ নিয়ে
কত মানুষ কেঁদে যায় হায়
ভালোবাসার যাতনা কি
তবু কাউকে পুরোপুরি বলা যায় ?
ছবি-নিজের তোলা।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


