এই মূহুর্তে বুকের ভেতর ধুকপুক করতে থাকা অনেকখানি আবেগ নিয়ে বসে আছে কেউ ... তোমারই জন্য ... তুমি জানো না ... কিংবা তুমি জেনেও না জানার ভান করে বসে আছো হয়তো !!
এই মূহুর্তে গলায় আটকে থাকা অনেক অনেক না বলা কথা নিয়ে বসে আছে কেউ ... তোমারই জন্য ... তুমি শুনো না ... কিংবা তুমি শুনার চেষ্টাও করো নি কখনো !!
এই মূহুর্তে ভীষণ মাথা ব্যথা করছে কারো ... ভীষণ জ্বরে কাতরাচ্ছে কেউ ... সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে মাথায় একটা হাতের স্পর্শ খুব দরকার তার ... সেই হাতের মালিক তুমি ... তুমি জানো না ... কিংবা জেনেও হয়তো কখনো হাত বাড়াও নি !!
এই মূহুর্তে কারো গাল বেয়ে এক ফোঁটা অশ্রু নেমে যাচ্ছে ... সেই অশ্রুর ফোঁটাটা একটুখানি অপেক্ষা করছে ... আবার একটুখানি নামছে ... মাটিতে টুপ করে পড়ার আগে অশ্রু ফোঁটাটা চায়, কেউ তাকে স্পর্শ করে থামিয়ে দিক ... সেই "কেউ" টা তুমি ... তুমি জানো না ... কিংবা জেনেও হয়তো থামাতে চাও নি কারো অশ্রু !!
"কেউ" এই মূহুর্তে অপেক্ষায় আছে "তুমি" এর জন্য ... যদি "তুমি" বুঝতে পারো সেই "কেউ" টা কে, তাহলে তাকে অপেক্ষায় রেখো না ... প্লিজ !!
এই যে তুমি ... হু, তুমিই ... যাও না ... একটু জানার চেষ্টা করো ... একটু বুঝার চেষ্টা করো ... একটু হাতটা বাড়াও ... অশ্রুটা থামিয়ে দাও !!
বিনিময়ে মাত্র এক মূহুর্তে এক সমুদ্র ভালোবাসা পাবে ... তোমার বুকের ছোট্ট ঘরে সেই ভালোবাসা যত্ন করে রেখে দিও ... হু ??
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




