"এবং তোমার জীবনে অবশ্যই এমন একটা মানুষ আছে, যার সাথে তোমার সবকিছু মিলে যায় ... সবকিছু ... আশেপাশের সবাই বলে, ঐ মানুষটাই তোমার জন্য "পারফেক্ট ম্যাচ" !!
এমন একটা মানুষ আছে, যার সাথে কাটানো মূহুর্তগুলোর মত চমৎকার মূহুর্ত আর কখনো আসবে না ... আসা সম্ভব না !!
এমন একটা মানুষ আছে, যে পুরো পৃথিবীতে এক পিস ... কোটি কোটি মানুষের মাঝে অমন কাউকে আর খুঁজে পাবে না ... মানুষটাকে REPLACE করা সম্ভব না ... উহু !!
এমন একটা মানুষ, যাকে তুমি খুব করে চেয়েছিলে ... হয়তো এখনো চোখ বুজে নিজের অজান্তে তাকেই চাও !!
পৃথিবীর অন্যতম একটা নিষ্ঠুর নিয়ম সম্ভবত এটাই ... মনেপ্রাণে খুব করে চাওয়া পারফেক্ট মানুষটাকে জীবনে কখনোই কেন জানি পাওয়া হয় না ... দুটো মানুষ দু'জনকে মনেপ্রাণে চাইলেও দু'জনের হাতের ভাগ্য রেখায় কেন জানি অন্য মানুষের নাম লেখা থাকে !!
সবকিছু মুছে ফেলা যায় ... শুধু হাতের রেখা মুছে ফেলা যায় না ... যদি মুছে ফেলা যেতো, তাহলে নিশ্চিতভাবেই মানুষ হাতের রেখায় লেখা অন্য মানুষটার নাম মুছে পারফেক্ট মানুষটার নাম লিখে দিতো ... অবশ্যই লিখে দিতো !!
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




