তোমার কোনো দোষ নেই.... তুমি তো নিষ্পাপ..
আমি তোমাকে কি করে দোষ দেই. .
দোষ দিলে আমার অন্যায় হবে কারণ তুমি তো আমার
পবিত্র ভালোবাসা.....!!
হ্যা দোষ করেছি তুমি আর আমি। আমাদের এই পবিত্র ভালোবাসা তো দোষ করে নি.. .
কেন এই ভালোবাসা টা কে কষ্ট দিলে...
কি বা শান্তি টাই তুমি পেলে.. ..??? শুনো জীবন তো থেমে থাকে না,জীবন তার নিয়মেই চলতে
থাকবে কিন্তু সেটা অগোছালো...
বুকের ভিতর টা খুব ফাকা ফাকা লাগছে, দোম বন্ধ হয়ে আসছে... কিন্তু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আমার আর কিছুই করার নেই।
এখন তুমিও আর তুমি নেই...
কিন্তু ভালোবাসা টা আগের মত আছে....
ভালো থাকুক আমাদের এই পবিত্র ভালোবাসা!!!
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




