। তবে প্রতিদিন বিকালে মামা সবাইকে নিয়ে নৌকা ভ্রমনে যেতেন। তাতেই সমস্ত দুঃখ ভুলে যেতাম। ছবিটা ওরকম একটা দিনেই তোলা, নৌকাতে।
মামার কবিনী-ভাইগনা তার জন্য একটা কবিতা লিখেছে, 2002 সালে - প্রায় 11 বছর বয়সে। তুলে দিলাম সেটা।
বড় মামা আমার,
সেরা সব মামার,
মাথা জুড়ে টাক,
লম্বা তার নাক,
বড় বড় চোখ,
হাসি ভরা মুখ।
বড় মামা খুব ভালো,
সব বিপদে জ্বালায় আলো।
মনটা তার উদার ভারী,
কারো সাথে দেয় না আড়ি।
তিন ছেলে মেয়ে নিয়ে
লন্ডনে থাকে,
দেশে আসে মাঝে মাঝে
অবসরের ফাঁকে।
ছোট বড় কাউকে কিছু
বাকি নেই দিতে,
দড়িলাফ, টাইটস বা
লাল নীল ফিতে।
আমি খুব ভাগ্যবতী
এমন মামা পেয়ে,
যার অভাব হবেনা পূরণ
কোন কিছু দিয়ে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



