পুরুষ হইবার চায়
পৃথিবী দাঁড়িয়ে আছে ঠায়
ক্লান্ত দীর্ঘশ্বাস তার মাথা ফুঁড়ে ছোঁয় আসমান,
অত্তসব লম্ফঝম্প আর কতোকাল!
তস্কর সবে বের করো
হনুমানের চামড়ার খোলস থেকে বাহারী তরোয়ার!
শক্তির মহড়া যখন লিঙ্গদন্ডে ভর
কী করে গোটাবে তুমি নাওয়ের নোঙ্গর!
পারোনা নাড়াতে সুঁতা
তবু তুমি সুঁতানলী সাপের লেঙ্গুর ধইরা
করিবার চাও খেলা,
দু'ফোটা শিশিরে আঁচে জননী হয় আক্তারী বানু
সে খুশীতে নপুংসক ছলিমের ফনা
বাড়ি-পাড়া একাকার কইরা
পুরুষ হইবার চায়।
১৬ই অক্টোবর ২০২১
যুক্তরাজ্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




