somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

যে বাংলা উপন্যাসে মার্কেজের ছায়া ছিল!

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ‘নিঃসঙ্গতার একশো বছর, পড়ে মনে হবে যেনো মার্কেজ নিজেই নির্মাণ করেছেন একটি নগর সভ্যতা একটি পরিবারের মধ্য দিয়ে। কোন পরিবারের ৬ প্রজন্মের গল্প টেনে নেয়া সহজ নয়। আর যেখানে এক বিরান ভূমিতে নতুন বসতি শুরু হওয়া এবং দ্রুত অগ্রসর হওয়ার কারণে তাদের জীবন যাপনের দ্রুত পরিবর্তন হওয়া, আচরণের পরিবর্তন, প্রভাব-প্রতিপত্তির পরিবর্তন নিখুঁতভাবে চিত্রিত করা খুবই জটিল কাজ। সে কাজটি একটি নতুন পদ্ধতিতে উপস্থাপন করা দুঃসাধ্যই। তিনিই সম্ভবত সর্বপ্রথম জাদুবাস্তবতা সফল প্রয়োগ করেছিলেন এই উপন্যাসে। এজন্যই তাঁকে জাদুবাস্তবতার নিপুণ কারিগর বলা হয়। মার্কেজের উপন্যাসে পুরুষদের নামগুলো বেশ খটমটে। শুধু পরিবারটির নাম বুয়েন্দিয়া বলেই মনে আছে। সেই পরিবারের প্রথম পুরুষ যিনি তার অনুসারীদের নিয়ে পত্তন ঘটান নতুন নগরীর। তিনি নিজে একজন গবেষক/বিজ্ঞানীও ছিলেন। আবিষ্কার করে ফেলেন পৃথিবী গোলাকার এবং স্বর্ণ বানানোসহ আরো কিছু আবিষ্কারের ব্যর্থ চেষ্টা করেন। তার স্ত্রী উরসুলা শতায়ু হন। উপন্যাস জুড়েই চমকপ্রদ সব ঘটনা ঘটতে থাকে। মনে হয় একটি উপন্যাসের ভিতরে সেটে দেয়া হয়েছে আরো দশটি উপন্যাস। মার্কেজ অনবরত জটিল ঘটনা উপস্থাপন করতে থাকেন সেগুলো বাস্তব, না বাস্তব নয় তা নিয়ে ধুয়াশা তৈরি হয়। উরসুলার প্রথম পুত্রর কথাই ধরি, যিনি ২৮ টি যুদ্ধ করে সবগুলোতেই পরাজিত হয়েছেন, ৪টি ফায়ারিং মঞ্চ থেকে বেঁচে এসেছেন এবং যার বিশ্বজুড়ে ১৭জন স্ত্রীর গর্ভে রয়েছে ১৭জন পুত্র যারা একবার এই নগরিতে একত্রিতও হয়েছিলেন। তিনি শেষ পর্যন্ত সবকিছু ছেড়ে বানাতে থাকেন স্বর্ণের মাছ।

উপন্যাস জুড়ে যৌনতার ঘনঘটা। ওই সমাজে এটা মেনে নেয়াটাই যেন স্বাভাবিক। কার সাথে কে সেক্স করতে পারে, আর পারে না তার কোন তোয়াক্কা নেই। ফুপুর সাথে, কিংবা এক নারীর সাথে দুই ভাই এবং সেই নারীর কাছেই যৌনক্ষুধা মেটাতে আসে তারই সন্তান। দুই ভাইয়েরই সন্তানই জন্ম দেন ওই নারী। বড়ই অদ্ভুতড়ে ব্যাপার। উরসুলা অনেকবারই এসব যৌনাচারের কারণে আশঙ্কা করেন তাদের বংশে একটি লেজওয়ালা পুত্র জন্মাবে। বিস্ময়করভাবেই শূকরের লেজযুক্ত একটি পুত্রও জন্মায় ওই পরিবারে। তাকে রেখে বাইরে থেকে ঘুরে এসে দেখে পিঁপড়ায় শিশুটিকে টেনে নিয়ে গেছে।

উপন্যাসে ফিরে আরে পুনরাবৃত্তি। যে বুয়েন্দিয়া পরিবার নতুন নগরের প্রতিষ্ঠা করেছিলেন কখনো সেই নগরী তাদের পরিবারের অধিনে থাকে, কখনো তারা থাকে বিপন্ন। একসময় পরিবারটি নিঃশ্বেষ হয়ে যায়। উপন্যাসটি রচিত হওয়ার পর অর্ধ শতাব্দির বেশি অতিক্রান্ত হয়েছে কিন্তু এর চাহিদা শেষ হয়ে যায় নি। দিন গড়িয়েছে আর তাঁর বইটির চাহিদা বেড়েছে। এখন মনে করা হয়, ‘নিঃসঙ্গতার একশো বছর’ উপন্যাসটিই পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া সিরিয়াস ধারার উপন্যাস। উপন্যাসটির ক্ষেত্রে বলা যায়, এটি জাদুর গোলক ধাঁধায় ঢুকে যাওয়ার মতো। ঢুকলে আর বের হতে পারবেন না। একসময় উপন্যাসটিই ঢুকে যাবে আপনার ভিতরে। জাদুবাস্তবতার সংজ্ঞা কি? আপনি জানেন? আমি জানি অথবা জানি না, তবে উদাহরণ দিতে পারি, ‘নিঃসঙ্গতার একশো বছর’ উপন্যাসটি পড়লেই বুঝতে পারা যায় জাদুবাস্তবতা কি?


কখনো ভাবতেই পারি নি এমন জাদুবাস্তবতার সফল প্রয়োগ ঘটিয়ে বাংলায় কেউ একটি উপন্যাস লিখতে পারবে। শহীদুল জহিরের ‘সে রাতে পূর্ণিমা ছিল’ পড়ে মনে হয়েছিল- হ্যাঁ, হয়েছে সফল প্রয়োগ। উপন্যাসটিতে আমি মার্কেজের ছায়া উপভোগ করেছি। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ‘নিঃসঙ্গতার একশত বছর’ পড়ে আফসোস হয়েছিল, বইটি সম্পূর্ণ উপভোগ করার জন্য- হায়! যদি ল্যাটিন মানে স্প্যানিশ জানতাম! একটি রাষ্ট্র গড়ে উঠা এবং একইসাথে একটি পরিবারের আচার, কুসংস্কার, বাস্তবতা-পরাবাস্তবতা, যৌনাচারের এক মহাকাব্যিক আখ্যান, জি.এইচ. হাবীবের ভাল অনুবাদে পড়েও মনে হয়েছিল, কোথায় যেনো ঘাটতি আছে, তাই অতৃপ্তি ছিল। অতৃপ্তি উত্তরণের পথ হয়তো স্প্যানিশ জানতে পারা, তবে এই অতৃপ্তি দূর হয়েছিল শহীদুল জহিরের ‘সে রাতে পূর্ণিমা ছিল’ উপন্যাসটি পড়ে; যেখানে আখ্যানকে ছিড়ে টুকরো টুকরো করে সেই খণ্ডগুলোকে বাতাসে উড়িয়ে দিয়ে, যখন যেটা হাতে আসে তা উপস্থাপন করেন আর এগিয়ে যান সুনিপুণ দক্ষতায়, এক বিস্ময়কর অলৌকিক সূত্রধর হিসাবে। আমার কাছে স্পষ্টতই মনে হয়েছিল শহীদুল জহির মার্কেজের যাদুবাস্তবতায় মুগ্ধ হয়েই লিখেছেন ‘সে রাতে পূর্ণিমা ছিল’ এবং সম্পূর্ণ সফল হয়েছেন। এভাবে একটি উপন্যাস উপস্থাপন করা চাট্টিখানি কথা নয়, মেধা এবং ভাষার দখল চাই এবং তার সংমিশ্রণ ঘটানো দক্ষতা চাই। তিনিও পাঠককে মোহাচ্ছন্ন করে রাখেন সুদীর্ঘসময়কাল। হয়তো ১শ বছর নয় তবে তার কাছাকাছি সময়ের আখ্যান গ্রামের মানুষের চোখ দিয়ে দেখা বা শোনা কথা। বাংলাভাষায় লেখা যাদুবাস্তবতার সবচেয়ে সফল নাকি সকল হিসাবেই সফলতম উপন্যাস যা পড়া শেষ করেও বহুদিন ভাবতে হয়- এই যে, বহুদিন পড়েও ভাবছি, ভাববো- কিভাবে লেখতে পারলেন ‘নিঃসঙ্গতার একশত বছর’ বা ‘সে রাতে পূর্ণিমা ছিল’। ‘সে রাতে পূর্ণিমা ছিল’ পড়ে মনে হয়েছিল, বাংলা ভাষা জানি বলেই, সম্পূর্ণ তৃপ্তি নিয়ে পাঠ করা গেল একটি মহৎ উপন্যাস!
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেঘ ভাসে - বৃষ্টি নামে

লিখেছেন লাইলী আরজুমান খানম লায়লা, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩১

সেই ছোট বেলার কথা। চৈত্রের দাবানলে আমাদের বিরাট পুকুর প্রায় শুকিয়ে যায় যায় অবস্থা। আশেপাশের জমিজমা শুকিয়ে ফেটে চৌচির। গরমে আমাদের শীতল কুয়া হঠাৎই অশীতল হয়ে উঠলো। আম, জাম, কাঁঠাল,... ...বাকিটুকু পড়ুন

= নিরস জীবনের প্রতিচ্ছবি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৪১



এখন সময় নেই আর ভালোবাসার
ব্যস্ততার ঘাড়ে পা ঝুলিয়ে নিথর বসেছি,
চাইলেও ফেরত আসা যাবে না এখানে
সময় অল্প, গুছাতে হবে জমে যাওয়া কাজ।

বাতাসে সময় কুঁড়িয়েছি মুঠো ভরে
অবসরের বুকে শুয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

Instrumentation & Control (INC) সাবজেক্ট বাংলাদেশে নেই

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৫




শিক্ষা ব্যবস্থার মান যে বাংলাদেশে এক্কেবারেই খারাপ তা বলার কোনো সুযোগ নেই। সারাদিন শিক্ষার মান নিয়ে চেঁচামেচি করলেও বাংলাদেশের শিক্ষার্থীরাই বিশ্বের অনেক উন্নত দেশে সার্ভিস দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প

লিখেছেন ঢাকার লোক, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৫

মাত্র মাস দুই আগে আমার এক আত্মীয়ের সাথে দেখা আমার এক বোনের বাড়ি। তার স্ত্রী মারা গেছেন তার সপ্তাহ দুই আগে। মক্কায় উমরাহ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে... ...বাকিটুকু পড়ুন

অভিমান

লিখেছেন জিনাত নাজিয়া, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:১২

" অভিমান "

তোমার ঠোঁটে বোল শিখেছি
তুমি আমার মা, কেমন করে
ভুলছ আমায় বলতে
পারিনা। এমন করে চলে
গেলে, ফিরে ও এলেনা। হয়তো
তোমার সুখেই কাটছে দিন,
আমায় ভাবছ না।

আমি এখন সাগর... ...বাকিটুকু পড়ুন

×