মেঘ অনেকটা নিচে নেমে এসে
ছুঁয়ে ছুঁয়ে যায় পাইন গাছের চুড়ো
দূর দিগন্তের একটা বুড়ো পাহাড়
বৃষ্টি নামায় শহরের কার্নিশে।
একটা ট্রেন ভিজছে দেখো একা
নিভে গেছে আজ সব সড়ক বাতি
স্টেশনে একলা তুমি আমি
বৃষ্টি ছাটে যায়না ভাল দেখা।
বৃষ্টি তো নয় যেন বরফকুচি
হিমের শহর, বাতাসের হুল্লোড়
স্টেশনের ছোট্ট সরাইখানায়
বদলে গেছে সকল সময়সূচি।
মেঘ অনেকটা নিচে নেমে এসে
ছুঁয়ে ছুঁয়ে যায় তোমার আমার মুখ
আমরা দুজন একই বৃষ্টিতে ভিজি
একই বৃষ্টিতে দু:খরা যায় ভেসে।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




