ঢাকা শহর একটা নাম নয়,একটা অনুভূতি। শব্দ দুষণ,যানজট,জলাবদ্ধতা সবই আছে,তবুও এই শহর বেঁচে থাকে,বাঁচিয়ে রাখে। প্রতিদিন সকালবেলা ঘুম ভাঙে হর্ণের শব্দে,রিকশার ঘণ্টিতে,আর মানুষের কোলাহলে। কেউ হয়তো বিরক্ত হয়,কেউ আবার অভ্যস্ত। কিন্তু যারা ঢাকাকে ভালোবাসে,তারা জানে এই শব্দই জীবনের সুর।
সকাল আটটা মানেই যুদ্ধ। অফিসগামী মানুষ,স্কুলের বাচ্চা,বাজারের ব্যাগ হাতে গৃহিণী সবাই ছুটছে। যানজটে আটকে থাকা গাড়ির জানালায় ক্লান্ত মুখ,কিন্তু সেই মুখেই দেখা যায় স্বপ্নের ছায়া। কেউ ফোনে বলে,“আর একটু দেরি হবে,”কেউ আবার জানালার পাশে বসে বই পড়ে। এই যানজটের মধ্যেই গড়ে ওঠে গল্প,সম্পর্ক,ভালোবাসা।
বৃষ্টি নামলেই ঢাকার রাস্তায় জল জমে। কেউ হাঁটে জুতা হাতে,কেউ আবার পানিতে নেমে গাড়ি ঠেলে। জলাবদ্ধতা যেন এক অদ্ভুত রোমান্স। ছাতা ভাগ করে হাঁটে দুইজন,চোখে চোখে হাসি। জল জমে থাকুক,ভালোবাসা তো থেমে থাকে না। এই শহর জানে কীভাবে কষ্টের মধ্যেও হাসতে হয়।
ঢাকা শুধু শহর নয়,এটা এক জীবন্ত চরিত্র। এখানে রাত বারোটায় তেহারির দোকান খোলা থাকে,এখানে ঈদের সকালে সবাই একসঙ্গে নামাজ পড়ে,এখানে ফুটপাথে বসে কবিতা লেখে কেউ,আবার কেউ গিটার বাজিয়ে গান গায়। এখানে মানুষ ক্লান্ত হয়,কিন্তু হারে না।
শব্দ দুষণ,যানজট,জলাবদ্ধতা সবই আছে। কিন্তু আছে প্রাণ,আছে আবেগ,আছে ভালোবাসা। এই শহর মানুষকে স্বপ্ন দেখতে শেখায়,লড়তে শেখায়,ভালোবাসতে শেখায়। ঢাকাকে ভালোবাসা মানে imperfections-কে গ্রহণ করা, আর সেই imperfect beauty-তেই নিজেকে খুঁজে পাওয়া।
ঢাকা শহর,তুমি কষ্ট দাও,কিন্তু তুমি ছাড়া চলে না। তুমি আমাদের প্রাণের শহর।



সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




