ঢাকা শহর তুমি আমাদের প্রাণের শহর।
ঢাকা শহর একটা নাম নয়,একটা অনুভূতি। শব্দ দুষণ,যানজট,জলাবদ্ধতা সবই আছে,তবুও এই শহর বেঁচে থাকে,বাঁচিয়ে রাখে। প্রতিদিন সকালবেলা ঘুম ভাঙে হর্ণের শব্দে,রিকশার ঘণ্টিতে,আর মানুষের কোলাহলে। কেউ হয়তো বিরক্ত হয়,কেউ আবার অভ্যস্ত। কিন্তু যারা ঢাকাকে ভালোবাসে,তারা জানে এই শব্দই জীবনের সুর।
সকাল আটটা মানেই যুদ্ধ। অফিসগামী মানুষ,স্কুলের বাচ্চা,বাজারের ব্যাগ হাতে গৃহিণী সবাই ছুটছে।... বাকিটুকু পড়ুন

