যখন ক্লাশ নাইনে পড়ি তখন খুব রলখা লেখি করতাম। স্হানীয় কয়েকটা ম্যাগাজিনে আমার অনেক লেখও চাপা হয়েছিল। কবিতা ছোট গল্প ছড়া কতকিই না লেখতাম। কলেজ বা ইন্টার মিডেইট পযর্ন্ত লেকার অভ্যাস ছিল।কয়েক মাস হলো এ পোস্ট এ লিখি।
যখন ইন্টারে পড়তাম তখন খুব লাজুক ছিলাম।প্রেম করা তো দৃরের মেয়ে দেখলেই লজ্জা পেতাম।(যদিও আমার অন্য কোন সমস্যা ছিল না)মনে মনে অনেক মেয়েকে পছন্দ করতাম কিন্তু হয়ে ওঠল না শুধু আমার না বলার কারনে।আর এ ভাবেই কেটে গেল অনার্স ২য় বর্ষ পযন্ত।যখন ৩য় বছরে ওঠলাম তখন পরিসংখ্যান পড়ার জন্যে আজিমপুর এক কোচিং এ আসলাম।সেখানে নিয়ে আসছিল আমার এক বন্ধু।পরিসংখ্যান পড়তে শুরু করলাম সপ্তাহে ৩দিন।কোচিং এ পরিচয় হয় ৪জন মেয়ের সাথে।সবার সাথে মোটামোটি ভালই চলছিল।এদের মাঝে একটি মেয়ে ছিল যার নাম আমি দিয়েছি "পলপরি" সে আমাদের থেকে আলাদা ছিল সবার পরে আসত আর সবার আগে চলে যেত।আমি একদিন জানকত চাইলাম এর কারন সে সব বলল আমাদের কাছে।
আমরা ও জানতে পারলাম তার আপন চাচাতো ভাইয়ের সাথে তার সম্পর্ক আছে।একদিন কথায় কথায় সে আমার মোবাইল নম্বর নিল।তার পর থেকে তার সাথে মাঝে মাঝে কথা হতো।কথা বলতে বলতে কোন এক সময় বুঝতে পারলাম য়ে তার বেশির ভাগ কথাই আমার জানা হয়ে গেছে এবং প্রতিদিন তখন ২/৩ ঘন্টা কথা হয়।তার চাচাতো ভাইয়ের সাথে এখন তার সম্পর্ক কি রকম , তার ভাই বা ভালবাসার মানূষ থাকে কিভাবে কস্ট দিত আর এখন যে তার ভাইকে যে বালবাসে না তা জানতে পারলাম তার মুখ হতে।আমি ও তার মনের বা তার প্রতি এতই দুর্বল হয়ে পড়ি যে আমি যে তাকে ভালবাসি তা থাকে বলে দিলাম।সে না করল আমি কোন জবাব দিলাম না সে বলল বন্ধু না ভাবতে পারলে সমাপর্ক না রাখতে বা ফোন না দিতে। আমি তাকে আর ফোন দিলাম না ৮ঘন্টা পর সে আমাকে ফোন দেয়।আর এ ভাবে চলতে তাকে ৬/৭ মাস।
আর ও কিছুদিন যাবার পর আমি ওকে বা পলপরিকে না পাবার বেদনায় অসুস্ত্য হয়ে পরি।তখন সে আমাকে তার ভালবাসার কতা বলে এবং আমাকে ভালবেসে আমার সাথে ঘর করার স্বপ্ন দেখাই।পলপরিকে আমি এতই ভালবাসতাম যে সে ছিল আমার দেবী।সে যা চাইত াামি তাই করতাম।আমার জীবনে এত করে আর কাউকে বাসিনি ভাল।তার ভালবাসার কাছে আমার কোন কিছুর মুল্য ছিল না।সে আমার কাছে কোন কিছু চেয়ে কখনও বিফল হয়নি।আমি তাকে আমার সব কিছু দিয়ে পেতে চেয়েছিলাম।ভালই যাচ্ছিল আমাদের দিনকাল।৮/৯ মাস পর সে মোবাইল এ বেশির ভাগ সময় অন্য নম্বরে কথা বলে জানতে চাইলে মিজাজ দেখাই।
অনেক ঘটনার পর বুঝতে পারলাম সে আর আমার নেই।
কিন্তু আমার কি ভুল ছিল?কি পাপ করেছিল আমার এ মন?তার কাছে যখন জানতে চাইলাম সে বলল সেটা তা ভুল ছিল।তার একটা ভুল আর আমার জীবনের সবচেয়ে কঠিন ব্যাথা।কেন এমন হলো?
পলপরি কেন আমার সব কিছু নিয়ে চলে গেলে আমাকে একা করে????
সে বা পলপরি মধ্য ফেমিলির মেয়ে হলেও তার বিলাসিতা ছিল উচ্চ শ্রেনির।আমার অপরাধ ছিল এটাই আর তা হলো "টাকা" আমার এত টাকা ছিলনা তাই সে তাখতে চাইল না আমার কাছে।
তার পরও দোয়া করি তুমি সুখি হও
কেন মেয়েরা এমন হয়????
ওর বা পলপরির সাথে সব ঘটনা যদি জানাতে পারতাম আপনাদের তবে থূথূ দিতেন তাকে....
আর পারছি না আমার জন্যে আমার জীবনটা আজ শেষ হতে চলছে।
আমি তোমাকে মিস করে যাব ..................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




