আমি জানিনা আমার কি হবে?আমি জানিনা আমার বেচে থাকার মানে কি?আমি আরও জানিনা কেন আমি এখানে এ কথা গুলি বা আমার কষ্ট গুলি লিখছি?
যতই দিন যাচ্ছে ততই হারিয়ে যাচ্ছি অন্ধকারের ঘরে।কিছু টা সময় অতিবাহিত করতে পারছি আজ একটি চাকরি আছে বলে।মানুষের এত কষ্ট কেন?কেন কোন কাজে আগের মত সাফল্য পাইনা।কোন কাজে কাউকে পাশে পাই না।
আমার সব স্বপ্নগুলি আজ মেঘ হয়ে আকাশে ওরছে ।
আমার জীবনে চরম খারাপ মূর্হুত এখন কিন্তু কেউই আমার পাশে নাই।হাসতে ইচ্ছে করছে।খুব বেশিই ইচ্ছে করছে।কিন্তু পারছি না।কেন জানেন????????
আমার যখন খুব বেশি কষ্ট হয় তখন আমার খুব ইচ্ছে করে মায়ের বুকে মাথা রেখে কান্না করি।কিন্তু আমার এ পছন্দের কাজটা কোন দিন করা হয়নি।কেন?
মা যদি বলে খোকা তুর কি হয়েছে?
আমি কি বলব? আমি চাই না আমার জন্যে আমার মা'য়ের চোখে জল আসুক।
কেন এমন হচ্ছে বলতে পারেন?কেন আমার হতে সাফল্য চলে যাচ্ছে?? আমি কি হারিয়ে যাব ???
অনেক চেষ্টা করেছি বাহিরে যাব হলো না ।বাসা হতে বলেছিল studsent visa লন্ডন চলে যেতে কিন্তু লন্ডন আমার পছন্দ না।অন্য দেশে চেষ্টা করলাম হলো না।তখন আমার ভালবাসার মানুষ ছিল আজ নেই।সে কিছু দিন সান্তনা দিয়ে সে ও চলে গেল। ৩দিন হলো সে ফোন দিল বলল"বলল সে ইউরোপ চলে যাচ্ছে studsent visa শুনে খুশি হলাম। কিন্তু আমার অপরাধ কি ছিল কেন আমি যেতে পারিনি?আজ আমি সব হারালাম।
নিজেকে খুব একা লাগে খুব বেশি।অফিস আছে বলেই হয়তো একটু চিন্তা কম হচ্ছে আর তা না হলে কি হত ...............?
তার পর ও মহান আল্লাহকে ধন্যবাদ এ কারণে আমার ভালবাসার মানুষটি তো যেতে পারছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




