আজ অফিসে যায় নি। না , শরীর ভাল ছিল ,অফিসে ও কাজের চাপ মোটামোটি ভালই ছিল।বস এক বার ফোন করেছিলেন কেন অফিসে যায়নি তা জানার জন্যে।মিথ্যা কথা বলেছি।
সারাদিন FACEBOOK ও সামুতে সময় কাটাতে ভাল লাগছিল না তাই কিছু সময়ের জন্যে বাহিরে গেলাম।প্রচন্ড শীত,স্নো পড়ছে।রাস্তায় যেন সাদা কার্পেট।এত শীতের মাঝেও বাসায় ফিরতে ইচ্ছে করছিল না।
মনটা অনেক খারাপ ।কি জেন এক কষ্ট বুকের মাঝে ব্যাথা দিচ্ছে।
সব কিছুই তো ছিল আসার,চাকরি,ব্যাবসা,মান সম্মান বন্ধু-বান্ধব।সব কিছু ফেলে চলে আসলাম ইউরোপে। কেন আসলাম তা আর কেউ না জানলেও আমি তো জানি।
এই তো সেদিন সে আমাকে বলল..................
মোরাদ আমার খুব ইচ্ছা ইউরোপে চলে যাওয়ার। চল দু'জন মিলে লন্ডনে চলে যায়।
এটা কি করে সম্বব।আমার চাকরি আছে।ব্যাবসা এ সব ছেড়ে কি করে না আমা হতে তা হবে না।
জাননা বিডিতে আমার সমস্যা।তুমি না গেলে আমি একাই চলে যাব।
তো কি আর করা ওকে যে আমি অনেক ভালবাসি,ও ছাড়া যে আমার পৃথিবি অন্ধকার,আমার সারা জীবনের মাধনা,আমার শ্রেষ্ঠ উপহার সে।তাই মা বাবা কে বলে রাজি করালাম যে আমি বাহিরে চলে যাব।
যদিও আমার বন্ধুরা আমাকে অনেক না করেছিল।ওরা বলতো ও মেয়ে আমার সাথে তাকবে না কিন্তু তাদের কথা আমি বিশ্বাস করতাম না।
যাক
দু'জনেই জমা দিলাম।(ও আর আমার রিলেশনটা বাসার কেউ জানত না )
SMS আসতে শুরু করলো আমাদের ফাইল জমা হলো,,,,,,,,,,,,,,,,,,,,,,
SMS আমাদের ফাইল PROCEING এ আছে...............................
তারপর ফাইনাল SMS আসলো... হে ফাইনাল,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
YOUR FILE IS COMPLETE COLLECT FILE
YOUR FILE IS COMPLETE COLLECT FILE
YOUR FILE IS COMPLETE COLLECT FILE
হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা
আমার টা আসেনি ওর টা আসছে।হে ওর ভিসা হলো কিন্তু আসার ফাইল আসলো না।ও তো মহা খুশি আমিও খুশি BUT ।একটা কষ্ট যেন আমার ভিতরে ঘুড়ছে।এ কষ্টকে চাপা দিয়ে আমিও ওর সাথে আনন্দ শেয়ার করতে লাগলাম।চলে যাচ্ছে দিন,BUT আমার ফাইল এর কোন খবর নাই।মেইল করলাম BUT ওরা বলল সময় লাগবে।এ দিকে সময় গনিয়ে আসলো ওকে সপিং করে দিলাম ওর টিকেট কাটলাম BUT NO ANY RESULT FOR ME.২০১১ ফ্রে ১৭ তার চলে যাবার তারিখ।
১৫ফ্রে বসুন্ধরাই বসলাম দু'জন।ও বলল কি করা যাই?
যাও তুমি আমার রেজার্ন্ট হলেই আমি চলে আসছি।
ও যে দিন চলে গেল আমি যায়নি বিদাই দিতে।কেন তাও আমি জানি না।অনেক কষ্ট হচ্ছিল সে দিন।বাসায় সারাদিন কান্না করলাম।ও আমাকে একটা কল ও করল না।
ওর বোনের কাছে জানতে পারলাম ও ভাল ভাবে পৌছেছে।দিন যায় কথা থাকে।দিনের পর দিন যাচ্ছে BUT আমাকে একটি কল বা একটা SMS দিচ্ছে না।আমি আম্তে আস্তে upset হয়ে যাচ্ছি আমি বুঝতে পারছিলাম না আমি কি করব??কাউকে বলতে ও পারছি না আর সইতেও পারছি না।ধীরে ধীরে চলে যাচ্ছি হতাশার অতল তলের MARCH ,APRIL চলে গেল তবুও আমার রেজার্ন্ট হলো না।আরও কষ্ট পাচ্ছিলাম ওর কোন খবর পাচ্ছিলাম না।আমি ওকে মেইল করলাম তারপর ও রিপলে পেলাম না।
একদিন FACEBOOK এ বসে অবাক হলাম ওর FACEBOOK ID দেখে।আমি জানতাম না যে ওর FACEBOOK ID আছে।তখন ধরেই নিলাম যে ও আমার সাথে যা করেছে তা শুধু ওর জন্যে।
এ দিকে আমার অবস্তা পাগলের মত হয়ে গেছে।কি আর করা আমার যে SMS আসতেছিল না। এর মাঝে ডিশিসান নিলাম অন্য কোথাও চলে যাব। রতুন passport করলাম।জমা দিলাম ইউরোপের জন্যে ভিসা পেয়ে গেলাম।আজ আমি ইউরোপে ও আছে UK তে।যার জন্যে আমি আমার সব ছেড়ে চলে আসলাম ,জার জন্যে আমার সব হারালাম আজ তাকেই পেলাম না।
সত্যিই মেয়ে মানুষ।আমি তাকে ছিনতে পারলাম না ।
ওর জন্যে আজ খুব বেশিই খারাপ লাগছে। ওকে খুব বেশি মিস করিছি
কেন মেয়েরা এমন হয়????????????????????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




