
প্রিয়া বলে মনে উষ্ণতা চাই
বহুদিন চোখে ভালবাসা নাই
চোখের আড়াল হয়ে গেছি বলে
দূরে চলে গেছো মার পলে পলে,
আজ থেকে হব কঠিন মন্দ
যোগাযোগ সব চিরতরে বন্ধ।
আমি বলি একসাথে চলা বহুদিন হলো
তবু কেন কথা বাঁকা করে বলো,
সোজা পথে জানি শান্তি ভরা
বাঁকা পথে কাঁটা কষ্ট জ্বরা,
লোকে ভালবাসা চায় মিনতি করে,
তুমি কেন চাও খড়গ ধরে?
মনসার চেষ্টা সবই তো বিফল
বেহুলার কষ্ট জগতে সফল।

ছবি সূত্র : ইন্টারনেট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


