স্খলন
কেমন করে এক নিমেষে
এমন করে বদলে গেলি?
কেমন করে আসল ভুলে
নিকষ কালো মুখোশ নিলি?
অনেক উঁচু মাথাটা তোর
থাকবে কি আর শক্ত-সোজা,
নিজের মাথা নিজের কাছে
লাগবে ভীষণ বড় বোঝা।
যে মাথাতে মুকুট পরে
ছিলি সবার মনের রাজা,
মুকুট এখন পাহাড়-সম
মুকুট কঠিন করুণ সাজা।
সবার থেকে আড়াল হয়ে
থাকলি না হয় অন্ধকারে,
তোর ভেতরে বসে যে জন
কোন কথাটা বলবি তারে?
সস্তা দরের... বাকিটুকু পড়ুন
