এখন শুধু নিবিড় আঁধার চারপাশে
দিক দেখানো তারাও নাই দূর আকাশে।
দূরে কোথাও শব্দ শুনি বজ্রপাতের
আর কখনো শেষ হবে না এমন রাতের।
চলতে গেলে পিছলে পড়ি নর্দমাতে
শক্ত কিছু আঁকড়ে ধরি পাই না হাতে।
কেউ শোনে না আওয়াজ বুকের গগনফাঁটা
এ দুর্দিনে সবার ঘরই দরজা আঁটা।
ক্ষণপ্রভা কেন তুমি কারণ হলে সর্বনাশের
বেঁচে থাকার স্বপ্ন হলো ঘর যে তাসের।

ছবি সূত্রঃ ইন্টারনেট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


