মানুষের জীবনের সব চাওয়াই তো আর পূরন হয়না বা অনেক ক্ষেত্রে পূরন হওয়া সম্ভব হয় না। তাই কিছু চাওয়া অপ্রাপ্তি নিয়েই, গল্প গুলোর ইতি টানতে হয় । এরই নাম হয়তো জীবন। তবুও ছোট ছোট কিছু আশা নিয়ে কিছু জীবন কিছু জীবনের পিছু এলোমেলো
পথ ধরে ছুটে চলে হয়তো সেই পথের গন্তব্য কখনো খুঁজে পায় কখনো পায়না।থেকে যায় অতৃপ্ত আত্মা অচেনা এক গন্তব্যের খোঁজে।
হাজার সমস্যার মধ্যে জীবনের ভালো দিক হলো জীবন কারো জন্য থেমে থাকেনি। কখনো হয়তোবা থেমে থাকবেও না।
শান্তা কে নিয়ে আদিবের অনেক স্বপ্ন বুনেছিল, কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল কিন্তু আদিবের জীবন থেমে যায়নি । আবার
হয়তো নতুন কোনও শান্তা কে নিয়ে কিছু এলোমেলো ভাবনা এলোমেলো স্বপ্ন বুনেছে।এটাই জীবনের বাস্তবতা যেখানে শেষ
সেখানেই হয়তোবা শুরু।
রাতের পথিক চন্দ্র,
দিনের পথিক সূর্য!
পৃথিবী থেমে নেই,ছুটে চলছে দিক দিগন্ত,
তবুও সে কারো না কারো ছায়ায় অন্ধ !
আবার সেই কারো না কারো আলোয় আলোকিত।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৬