হটাৎ করে বন্ধু ফোন কই তুই..?
_বাসায়,কেন..!
_আমার সাথে কি একটু বাজার এ যাবি..!
_কেন..! কিছু কিনবি..?
_কি কিনবো জানি না তবে কিছু একটা কিনবো, তুই ফ্রী থাকেলে হাশেম চাচার চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাক আমি যাচ্চি..।
.
কিছুক্ষণ পর ও আসলো একসাথে বাজার এ গেলাম
আমি ওরে রাস্তায় আবার বললাম কি কিনবি..?
ওহ বললো
_বাবা ১০০০ টাকা দিছে ঈদের জন্য কি কিনবো বুঝতে পারছি না..। এর মধ্যে যা কিনার কিনতে হবে।
এর মাঝে যদি কমের মধ্যে একটা পাঞ্জাবী আর প্যান্ট হয় খুব ভালো হবে..।
.
_আচ্ছা ঠিক আছে চল আগে পাঞ্জাবি দেখি ,
ওর সাথে ১০-১২ টা পাঞ্জাবী দেখতে দেখতে ১ টা পাঞ্জাবী ওর ভিষণ ভালো লাগে..।
কিন্তু পাঞ্জাবির দাম দেখারপর ওর মনটা খারাপ হয়ে গেলো। পাঞ্জাবীর দামটা ছিলো ২৬০০ টাকা
আর ওর কাছে ছিলো ১০০০ টাকা..
যেহুতু ওর কাছে এতো টাকা ছিলো না তাই আমি
তাকে মিথ্যা বললাম পাঞ্জাবীর কালারটা ভালো না, কালারটা বিরক্তিকর।
ডিজাইনটা পুরান যুগের মতো লাগে... যেন আমার কথায় অই পাঞ্জাবী টার উপর থেকে টানটা একটু কমে যায়.. .
.
কিন্তু বুঝতে পারলাম অইটা এর অনেক ভালো লাগে.. তাই দোকান থেকে বাসায় চলে আসলাম অরে বললাম আমার বাসায় কাজ আছে আর ঈদের অনেক দিন বাঁকি আছে অন্য দিন আসবো আজকে চল..
এক সাথে চলে আসার ঠিক ২ দিন পর আবার ওর কল
.
_দোস্ত তোর কাছে ১০০০ টা হবে খুব দরকার.?
_১০০০ টাকা নেই ৫০০ টা হবে চলবে...।
_চলবে আচ্ছা শোন টাকা নিয়ে সেদিনের দোকানের চলে আয়..।
_দোকানে যাওয়ার পর ওহ বললো সেদিন যে ২৬০০ টাকা দামের পাঞ্জাবী টা দেখছিলাম আজকে
কিনবো....।
_আচ্ছা কিনবি ভালো কথা তুই তো বাসা থেকে ১০০০ পাইছিস. বাঁকি টাকা..?
_মার কাছে ৫০০ টাকা পাইছি, আর আমার কাছে ৫০০ টা ছিলো তোর কাছ থেকে ৫০০..।
_এখনো ১০০ টা কম আছে..।
_১০০ টাকা কমাবে না এইটা হতে পারে না..।
.
দোকানে ঢুকে
ভাইয়া এখনে একটা পাঞ্জাবী ঝুলানো ছিলো ২৬০০ টাকা দাম চেয়েছিলো..।
জি ভাইয়া কালকে অইটা সেল হয়ে গেছে..।
আচ্ছা সেম মডেল এর আর নেই..?
না ভাইয়া আর নেই অইটা এক পিসই ছিলো..।
আপনি চাইলে অর থেকে আরো ভালো দেখাতে পারি...।
.
আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে আছি
আর ভাবি মধ্যবিত্ত পরিবার এর মানুষ এর পছন্দনীয় জিনিস গুলি হয়তো ঠিক ভাবেই
হারাতে হয়....।
এরা কোন কিছু কিনার আগে দামটার দিকে বেশি তাকায়.।
তারপর নিজের সামর্থ্য এর মধ্যে না হইলে পছন্দটা পরিবর্তন করে অন্য কিছু নিয়েই খুশি থাকতে হয়..।।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৭ রাত ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




