শুধু লিখেন না, অপরিচিত কারো সাথে পরিচিত হওয়ার সময় তাঁরা বলেন, আমি ডাঃ অমুক। এর কারণটা কি?
সাংবাদিক, ব্যাংকার, শিক্ষক, প্রকৌশলী, উকিল, পুলিশ ব্ল্যা ব্ল্যা ব্ল্যা--- এরা তো কেউ কখনো নিজের পরিচয় দেওয়ার সময় প্রথমেই পেশা সংক্রান্ত টাইটেল যোগ করেন না। হয়ত নিজের নাম বলেন, কি করেন, জানতে চাইলে পেশা জানান।
কিন্তু একজন ডাক্তারের সাথে যখন পরিচিত হবেন, তিনি প্রথমেই আপনাকে জানাবেন, উনি ডাঃ অমুক।
নিচে কয়েকটা উদাহরণ দিলাম, সামনাসামনি ডাক্তার বলেন, তাও মানা গেল, কিন্তু ফেসবুক একাউন্টে নামের আগে ''ডাঃ'' লিখার কারণ কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



