বাংলাদেশের জনগণ ৩ প্রকারঃ
১ - পাকিস্তানী দালাল (এরা বিশ্বাস করে রাজাকার বলে দেশে কিছু নাই। পাকিস্তান আমাদের ৩০ লাখ মানুষ মারেনি, মেরেছে অল্প কিছু মেরেছে সুতরাং পাকিস্তান আমাদের মুসলিম ভাই, ইসলামের খাতিরে ৩০ বা ৩ লাখ মানুষের হিসাব টা নাকি আমাদের ভুইলা যাওয়া উচিৎ)
২ - ভারতীয় দালাল (এরা বাংলাদেশের স্বাধীনতায় এতটা বেশী বিশ্বাসী যে, তারা বাংলাদেশকে ভারতের অংগরাজ্য ভাবে, মুখে দেশের কথা বললেও মনে ভারত নিয়ে তাদের অদম্য ভালোবাসা, "বাংলাদেশ যদি ভারতের মত হত তবে কত মজাই না হত" এই গল্প করতে করতে তাদের বেলা কাটে এবং বিদেশ ঘুরতে গেলে নিজেকে ভারতীয় বলে পরিচয় দেয়।)
৩ - কোণঠাসা বাংলাদেশী (এরা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে পাকিস্তানী দালাদের কাছ থেকে 'ভারতীয় দালাল' বলে গালি খায়, আবার ভারতের বিরুদ্ধে কথা বলে ভারতীয় দালালদের কাছ থেকে 'পাকিস্তানী দালাল' বলে গালি খায়।)
আপনি কোন প্রকার ?
আমি বোধ হয় তিন নাম্বারেই পড়েছি হয়ত এভাবে গালি খেতে খেতে দেয়ালে একদিন পিঠ ঠেকে যাবে সেদিন হয়ত অন্যদের জন্য সেটি ক্ষতির কারণ হতে পারে জানেন তোঁ বিড়াল যখন চিপায় পরে তখন হাতি কে আক্রমণ করতে দ্বিধা বোধ করে না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



