পৃথিবীতে বাবা-মার সঙ্গে সন্তানের সুন্দর সম্পর্কের পর বোধ করি ভাই-বোনের মতো মধুর সম্পর্ক আর নেই। ছোট এ জীবনে কোন কিছুর তেমন অভাব না থাকলেও একটা ভালো মানুষের অভাব ছিল এবং সেভাবে পেয়ে গেলাম তোমাকে। অনেক অন্যায় করেছি তোমার সঙ্গে। সে শাসনের বেড়িতে আগলে রাখতো আমায়, হাতে হাত ধরে সবুজ প্রকৃতির মাঝে..মুঠোফোনে কথা হতো গভীর রাতে।
প্রাপ্তির প্রত্যাশা যখন বাস্তবের কশাঘাতে ব্যর্থ হয়ে ফিরে আসে ভূল ভাঙ্গে, স্বপ্ন থেকে জেগে উঠি। কলেজ ক্যাম্পাসে হাজারো ছেলেমেয়ের মিলন মেলা। কেন নিজকে ওদের মতো করে চালিয়ে নিতে পারি না? এ নিঃসঙ্গতার কারণ হয়তো বা অন্য কোথাও। জানি পৃথিবীতে আশার বেলাভুমিতে হাঁটতে গেলে নিরাশার চোরাবালিতে বেশী পড়তে হয়। তাই পাওয়ার আনন্দের চেয়ে হারানোর বেদনা অনেক বেশী গভীর। দিগন্তের দিকে তাকিয়ে নিজের একাকিত্ব নতুন করে অনুভব করি। দুরে আরও দুরে ওই যে ছায়া পথ নীহারিকা, জগত, অনন্ত ক্ষমতালোক, সেখানেও প্রচন্ড কষ্টে আঘাত করেছি তোমাকে, আমায় ক্ষমা করো....
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



