তবু যেন কিছুই নেই......
কিসের শূন্যতা যেন ঘিরে রেখেছে আমাকে ।
সব প্রাপ্তির মাঝে একটা অপ্রাপ্তি,
সব প্রশান্তির মধ্যে একটা ক্লান্তি
জীবনটাকে করে রেখেছে অসম্পূণ’।
সব সুখের মাঝে একটা কষ্ট,
সব সন্তুষ্টির মাঝে একটা অসন্তুষ্টি,
বিরাজ করছে এই চিত্তে।
আমি জানি না সেটা কি ?
কার জন্য অথবা কিসের জন্য মনটা,
বড়ই হাহাকার করছে?
কখন ও কি এই শূন্যতা ঘুচবে?
কখন ও কি হবে জীবনটা পরিপূণ’ ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



