somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

শান্তিপূর্ণ উপায়ে সুশৃঙ্খলভাবে করা যায় এমন যত ধরণের প্রতিবাদ রয়েছে- সামুকে পুরোপুরি মুক্ত না করে দেয়া পর্যন্ত তা অব্যাহতভাবে করে যাব। করেই যাব ইনশাআল্লাহ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



টার্গেটে বিশ্বের সব থেকে বড় বাংলা ব্লগ

সরকারের চোখে ‘জাতীয় স্বার্থের পরিপন্থী’, বন্ধ সামহোয়ারইন ব্লগ

সামহোয়্যারইন ব্লগ ও গুগল বুকস পর্নোসাইটের তালিকায়

Major Bangla blog, Google Books on BTRC porn list

ক'দিন যাবত আমরা সকলেই লক্ষ্য করে চলেছি, সামুকে বেধে রাখার পায়তারা হচ্ছে। এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়েছে উপরের লিঙ্কযুক্ত পত্রিকাগুলোসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে। আমাদের লক্ষ বাঙ্গালীর অনলাইনে বাংলায় কথা বলার মাধ্যমটিকে গলা টিপে ধরার চেষ্টা করা হচ্ছে। আমাদের মুখের ভাষা কেড়ে নেয়ার ভয়প্রদর্শন করা হচ্ছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট অত্যন্ত বিনীতভাবে জানতে চাই, বাংলা ভাষার সর্ববৃহত অনলাইন কমিউনিটি সামহোয়্যারইন ব্লগ বন্ধ করার চিন্তা কেন?

১. সামু না কি পর্ণ সাইট? আপনি সামুকে পর্ণ সাইট বলবেন? প্রমান করতে পারবেন যে, সামু পর্ণসাইট? পারলে দয়া করে আসুন, মুখস্ত কোনো কথায় নয়, বাস্তবে দেখিয়ে দিয়ে প্রমান করুন, সত্যিই সামু পর্ণ সাইট। আর যদি তা না পারেন, (জানি এটা কখনোই পারবেন না) তাহলে দয়া করে জবাব দিন, সামুর প্রতি এই বদনাম কেন? সামুকে বেধে রাখার প্রচেষ্টা কেন? সামুকে আটকে দেয়ার প্রয়াস কেন? সামু বধের চিন্তা কেন?

২. সামু না কি জাতীয় স্বার্থ পরিপথী কর্মকান্ডে লিপ্ত? আসলেই কি তাই? সামু জাতীয় স্বার্থ পরিপন্থী কাজে লিপ্ত না কি দেশ এবং জাতির আলোকিত উজ্জ্বল ভবিষ্যত গড়ার স্বার্থে নিবেদিত? এটাও কি প্রমান করা যাবে? বিশ্বাস করি, এই ব্লগ সাইটটি ঘাটাঘাটি করলেই এ বিষয়টিও পরিষ্কার হয়ে যাবে যে, সামু জাতীয় স্বার্থ পরিপন্থী নয়, বরং জাতীয় স্বার্থ রক্ষায় অসংখ্য ক্ষেত্রে সদাসচেষ্ট।

সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ বাংলাভাষাভাষীর প্রাণের মিলনমেলা এক যুগেরও বেশি সময় ধরে তিলে তিলে গড়ে ওঠা আজকের সামহোয়্যারইন ব্লগ। কতজন যে এই ব্লগে এসে লিখতে শিখেছেন তার কি ইয়ত্তা আছে? কত মানুষ যে এখানে এসে সুখ দু:খের হিসাব নিকাষ করেন তারও কি পরিসংখ্যান আছে? লিখতে লিখতে শিখি। শিখতে শিখতে লিখে যাই জীবনের জয়গান। বাংলার আখরে পৃথিবীর দেয়ালে লিখে যাই আদি-অন্ত, আদ্যপান্ত। মনের জমিন খুঁড়ে আমরা তুলে আনি মনিমুক্তা রাশিরাশি। দেশের দুর্দিনে, জাতীয় দুর্যোগ দুর্বিপাকে আমরা সবার আগে ছুটে যাই সবখানে। আমরা রানা প্লাজার ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া মানবতার আর্তনাদে সারা দিয়ে ছুটে গেছি। আমরা শীতার্ত মানবতার পাশে দাঁড়ানোর জন্য ছুটে যাই সুদূর উত্তর বঙ্গের বুভূক্ষ অসহায় মানুষের দুয়ারে দুয়ারে। প্রতিটি অন্যায়ের প্রতিবাদে আমরা সোচ্চার ছিলাম বরাবর। জাতীয়তা পরিচয়ে আমরা বাংলাদেশী। কিন্তু মানবতার বিচারে আমরা সারা দুনিয়ার। কোনো নির্দিষ্ট এলাকার আমরা নই। কোনো সংকীর্ণতা আমাদের আটকে রাখতে পারবে না। আমরা পৃথিবীর সন্তান। পৃথিবীবাসীর কল্যানে আমাদের চির নিবেদিত প্রাণ। জগতের আদর্শ সন্তান হতে চাই আমরা। আদর্শ মানব হতে চাই। সকল বঞ্চনা গঞ্জনার অবসান ঘটিয়ে আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চাই বসবাসযোগ্য সুন্দর একটি পৃথিবী।

অন্যায় অনিয়ম- তা পৃথিবীর যেখানেই হোক, প্রতিবাদে আমরা সোচ্চার। সুন্দর অনুপম অনিন্দ্য কান্তিময়- যা-ই কিছু ঘটুক না কেন, পৃথিবীজুড়ে, আমরা তার পক্ষে। আমরা তাকে সাধুবাদ জানাই।

আমরা আশা করছি, সামুকে বেঁধে রাখার চিন্তা থেকে ফিরে আসবেন সম্মানিত কর্তৃপক্ষ। আশা করছি বাংলা ভাষায় কথা বলার সর্ববৃহত এই অনলাইন মাধ্যমটিকে অপবাদের খড়গ থেকে মুক্তি দেয়া হবে। এটা করা হবে- বাংলা ভাষাকে বিশ্বময় ছড়িয়ে দেয়ার মানসিকতা থেকেই- বাংলা ভাষা এবং বাংলা ভাষাভাষীদের প্রতি কর্তৃপক্ষের যথাযথ দায়বদ্ধতা আর অপরিসীম দরদ থেকেই।

বাংলা ভাষা এগিয়ে যাক। বিশ্ব সভায় মাথা উঁচু করে দাঁড়াক আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। আমাদের প্রিয় প্রাঙ্গন সামু মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের বিশ্রাম নেয়ার সুযোগ নেই। সামুর গতিরোধ করায় আমরা চিন্তিত, শঙ্কিত। উদ্বেগাকুল আমাদের হৃদয় মন। সারাক্ষন মনে হয়, কি যেন হারিয়ে ফেলেছি। কি এক শুন্যতা যেন আমাদের গ্রাস করে নিচ্ছে ক্রমশ:। কেমন যেন আপনজন হারানোর মত একটি তীব্র বেদনার তীর মনে হয়, ধীরে ধীরে বিদ্ধ করে চলেছে আমাদের শান্ত-প্রশান্ত-পরিশীলিত হৃদয়গুলো।

শান্তিপূর্ণ উপায়ে সুশৃঙ্খলভাবে করা যায় এমন যত ধরণের প্রতিবাদ রয়েছে- সামুকে পরিপূর্ণ মুক্ত না করে দেয়া পর্যন্ত তা অব্যাহতভাবে করে যাব। করেই যাব ইনশাআল্লাহ। আপনি সাথে আছেন তো, প্রিয় ব্লগার?
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৮:১০
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩



তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে... ...বাকিটুকু পড়ুন

জীবনাস্ত

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৪



ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

আমাদের দাদার দাদা।

লিখেছেন নাহল তরকারি, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৫

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী।

আমার দাদার জন্মসাল আনুমানিক ১৯৫৮ সাল। যদি তার জন্মতারিখ ০১-০১-১৯৫৮ সাল হয় তাহলে আজ তার বয়স... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

×