
পালিয়ে যাওয়া দুর্বৃত্ত খুনী হাসিনার কিছু দোসর
এখনও এখানে বিভ্রান্তি ছড়ানোর অপরাধে লিপ্ত
সাধারণ জনগণের মাঝে গুজব ছড়ানোর কাজে
তারা বেছে নিয়েছে মিথ্যে প্রোপাগান্ডার চোরা গলি
গুজব ছড়ানোই বিবেকহীন এই দস্যুদের কাজ
এই দুর্বৃত্তদের থামিয়ে দিতে হবে এখনই
দেশকে এখনও এরা অনবরতই পেছনে টানছে
এই রক্তপিশাচরা আরও রক্তপাত চাইছে
দীর্ঘ দেড় দশক ধরে হাসিনার পালিত ষন্ডারা
দেশবাসীকে শোষন করেছে মুক্তিযুদ্ধের চেতনার নামে
হাজারও নারীর ইজ্জত লুন্ঠন করেছে একই চেতনার নামে
ভিন্নমত নির্মুলেও মুক্তিযুদ্ধের চেতনাই ছিল এদের মন্ত্র
অবশেষে হাজারও তরুন যুবক বৃদ্ধ শিশুর রক্ত মাড়িয়ে
অবশেষে জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া
ডাইনি হায়েনা দানবের জন্য যাদের কুমিরের কান্না
তারাও প্রত্যেকেই এই নির্মম খুনীরই দোসর
নিরীহ ছাত্র জনতা খুনের দায় একইভাবে
বহন করতে হবে খুনী হাসিনার দোসরদেরও
বিবেকহীন পাষন্ড এই রক্তচোষা অমানুষদের
প্রতিহত করুন অনলাইন অফলাইন সর্বত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


