সোনাগাজীর ধারণা, তিনি ব্লগে একটিভ না থাকলে ব্লগ স্থবির হয়ে পড়বে, এই কারণে লিখবো না লিখবো না করেও তার না কি লিখতেই হচ্ছে। নিজের সাম্প্রতিক এক পোস্টে এমন মতই প্রকাশ করেছেন তিনি। তার ভাষায় - "এই খারাপ সময়ে, আসলে আমারো ব্লগিং করা উচিত হচ্ছে না; প্রতিদিন ভাবি, নতুন পোষ্ট লিখবো না; কিন্তু অন্যদের লেখা গার্বেজ ব্লগে দেখলে তখন কিছু একটা লিখতে হয়; কারণ, শতকরা ৮০ ভাগ ব্লগার তাঁদের জানা সাধারণ বিষয়কে লিখতে গিয়ে গরুর রচনা লিখছেন, কিংবা গার্বেজ ঢালছেন ব্লগে।"
আসলে সোনাগাজী হয়তো বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী বড় মানুষই জ্ঞান করে থাকেন নিজেকে। তবে তিনি মনে, না দেহে বড়, তা অবশ্য জানি না, কারণ তাকে দেখা হয়নি কখনো। এই বড়ত্বের অনুভূতি থেকেই কি না জানি না, তিনি হয়তো নিজেকে অন্যদের চেয়ে আলাদাও ভেবে থাকেন। একইভাবে অন্যদের চেয়ে বড় করে, আলাদা দৃষ্টিতে দেখে থাকেন নিজের লেখাকেও। হয়তো সেই কারণেই তার সেই পোস্টে তিনি নিজের পোস্ট ব্যতিত অন্য ব্লগারদের পোস্টকে গার্বেজ বলে অভিহিত করতে পেরেছেন। অবশ্য একই পোস্টে তিনি "৮০ ভাগ ব্লগার সাধারণ বিষয় লিখতে গিয়ে গরুর রচনা লিখছেন কিংবা ব্লগে গার্বেজ ঢালছেন" বলেও নিজের মতামত ব্যক্ত করেছেন।
একই পোস্টের শেষের দিকে এসে ব্লগার জটিল ভাই, জুল ভার্ণ, ভুয়া, নীল আকাশ, জিকোব্লগ, শেরজা, করুণা ধারা, সোনালী কাবিন, অপুসহ সম্মানিত কয়েকজন ব্লগারের নাম উল্লেখ করে তাদেরকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।
কমেন্ট ব্যান, বিভিন্ন সময় জেনারেল স্ট্যাটাস লাভ করা - ইত্যাদি নানাবিধ অবস্থার ভেতর দিয়ে যাওয়ার ফলে ব্লগার সোনাগাজীর প্রতি আমার সাম্প্রতিক ধারণা এবং প্রত্যাশা ছিল - তিনি নিজেকে হয়তো ক্রমান্বয়ে বদলাতে চেষ্টা করবেন, বিশেষ করে অন্যদের সম্মানহানি হয় এমন আচরণ থেকে বিরত থেকেই তার ব্লগিং অব্যাহত রাখতে সচেষ্ট হবেন; কিন্তু আদতে আমার হতাশাকেই বৃদ্ধি করেছে করেছে তার এই পোস্ট।
অবশ্য, তার আলোচিত পোস্টটিতে মন্তব্য করেও এই কথাগুলো তাকে অবহিত করা যেত। আমার ধারণা, সেক্ষেত্রে তিনি হয়তো দুই চার শব্দের সংক্ষিপ্ত একটা উত্তর দিয়েই যুক্তি দেখাতেন কিংবা নিজের দায় শেষ করে দিতেন। এই আশঙ্কা থেকেই মূলতঃ পোস্ট দিতে হলো। তার প্রতি আমার ব্যক্তিগত কোনো বিদ্বেষ, ক্ষোভ কিংবা আক্রোশ আগেও ছিল না, এখনও নেই; বরং সত্যি কথা বলতে, একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে তার প্রতি আমার একটা শ্রদ্ধাবোধ সবসময়ই ছিল। আমি এই শ্রদ্ধাবোধের স্থানটিকে অটুট রাখতে চাই, তার নিকট থেকে শুধু একটাই প্রত্যাশা, তিনি অন্যদের সম্মানের প্রতি লক্ষ্য রেখে ব্লগিং করার প্রতি যত্নবান হবেন। একইসাথে আমার ধারণা, তিনিও আমার প্রতি হৃদ্যতাপূর্ণ আচরণই দেখিয়ে থাকেন।
পরিশেষে বলতে চাই, সোনাগাজী দেশ নিয়ে ভাবেন। দেশের ভবিষ্যত নিয়ে চিন্তা করেন। দেশের মানুষের কল্যান চিন্তায় একজন দেশপ্রেমিক হিসেবেই তাকে দেখেছি। এই পোস্ট কোনোভাবেই তাকে হেয় করার জন্য নয়, বরং তার আত্মোপলব্ধিগুলোকে একটু হলেও জাগিয়ে তুলতে/ পরিশীলিত করতে সহায়ক হবে বলেই বিশ্বাস করি।
সোনাগাজীর জন্য অনেক অনেক শুভকামনা।
তার সেই পোস্ট - ব্লগার মোহাম্মদ গোফরানকে ব্লগে দেখছি না।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২১