ব্লগার খাজাবাবার যারা ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনা ও আওয়ামীলিগের পক্ষে কথা বলে পোস্টের জবাবে সোনাগাজী যারা ইনিয়ে বিনিয়ে "আওয়ামী লীগের" পক্ষে কথা বলেন, তারা 'দেশদ্রোহী'? শিরোনামে একটি পোস্ট দিয়েছিলেন গতকাল। সেই পোস্টে তিনি জানিয়েছিলেন যে, তিনি এখনও আওয়ামী লীগের সাপোর্টার।
মূলতঃ এত দস্যুপনা, এত লুটপাট, এত গুম খুন, এত মানবতাবিরোধী অপরাধ, এত ধর্ষন, এত অত্যাচার, এত ব্যাংক লুট, এত টাকা পাচার যে দলটির বিরুদ্ধে, যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে- সোনাগাজী এখনও সেই দলের সাপোর্টার বলে নিজেকে কোন লেভেলের মানুষ হিসেবে জাহির করতে চান- আমি বুঝতে পারছিলাম না। একই পোস্টে ব্লগার তানভীর জুমার এর এক মন্তব্যের প্রত্যুত্তরে দেখা গেল, সোনাগাজী সালমান এফ রহমানের বিচারও দাবি করেছেন।
কৌতুহল নিয়েই তাকে প্রশ্ন করেছিলাম যে, সালমান এফ রহমানের বিচার যেহেতু তিনি দাবি করেছেন, তো এসব সালমান এফ রহমানদের যিনি দুর্ণীতি, ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুট ইত্যাদি লুটতরাজ করার অবাধ সুযোগ তৈরি করে দিয়েছিলেন সকল অপরাধেল মূল হোতা সেই খুনী হাসিনার বিচার তিনি চান কি না। তিনি স্পষ্টভাবেই বলেছেন ''না''। অর্থাৎ, তিনি হাসিনার বিচার চান না।
সোনাগাজীর এই উত্তর দেখার পর হতে আমি কেমন যেন অস্বস্তি অনুভব করে চলেছি নিজের ভেতরে। ভাবতেই পারছি না, একজন সুস্থ মানুষ কীভাবে বলতে পারেন যে, তিনি খুনী লুটেরাদের গডমাদার একটা নিকৃষ্ট মিথ্যাবাদী ভারতের পা চাটা নিকৃষ্ট তাবেদারের বিচার চান না? একজন সুস্থ মানুষ কীভাবে বলতে পারেন যে, তিনি এখনও আওয়ামী লীগের সাপোর্টার?
অবশ্য, শুধু সোনাগাজী একাই নন, আরও কিছু নিক থেকে এখনও নিকৃষ্ট ফ্যাসিবাদের পক্ষে, খুনী হাসিনার পক্ষে, পালিয়ে যাওয়া ঘৃণিত লুটেরাদের হয়ে এই ব্লগে নির্লজ্জ দালালির চেষ্টা করা হচ্ছে। আওয়ামী বর্বর দুর্ণীতিবাজদের পক্ষে সাফাই গাওয়ার অপচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
ছদ্মনামের এই আইডিগুলোর পেছনের কারিগরগুলো এতটাই বেশরম যে, এদেরকে একটা প্রশ্ন করলে আরেকটা উত্তর দেয়, অথবা, উত্তরই না দিয়ে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে হলেও হাসিনার প্রতি এদের যে ধাতু দৌর্বল্য তা প্রদর্শন করতেই থাকে। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া দরকার।
লুটের টাকায় এত বছর যে অঢেল হালুয়া রুটি, কোপ্তা বিরিয়ানি খেয়েছে, দেশে বিদেশে সুরম্য অট্টালিকা, বালাখানা আর অঢেল সম্পদের পাহাড় গড়ে তুলেছে - ৫ আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব ঐতিহাসিক বিজয়ে হঠাৎ ছন্দপতন মেনে নিতে পারছে না হয়তো। ধাতস্ত, আত্মস্থ এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে অভ্যস্ত হতে সময় অবশ্য কিছুটা লাগারই কথা।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৫৫