সামহোয়্যার ইন এ একজন ব্লগার ছিলেন, নাম তাহার "কালামিয়া"। ব্লগ জগতে তাহার নামডাক ছিল, কিন্তু দুঃখের বিষয়, নামডাকটা ভালো দিক দিয়া নয়। ব্লগারদের সাথে অসৌজন্যমূলক আচরণের কারণেই তাহার নাম চাউর হইয়াছিল। কিন্তু তিনি ইহা করিয়া টিকিয়া থাকিতে পারিলেন না। "কালামিয়া" নিকটি হারাইলেন। ব্লগ মডারেটর তাহার নিক ব্যান করিয়া দিলেন। কিন্তু "কালোমিয়া" হাল ছাড়ার পাত্র নন। তিনি ফিরিয়া আসিলেন নতুন নিক লইয়া, নাম দিলেন "ধলামিয়া"।
কিন্তু অভ্যাস তো আর সহজে যায় না! "ধলামিয়া" নামে ফিরিয়া আসিয়াও তিনি সেই পুরানো কায়দায় ব্লগারদের সাথে খোচাখোচি করিতে লাগিলেন। ফলাফল? "ধলামিয়া" নিকটিও ব্যান হইয়া গেল। কিন্তু ইহাতে কি হইবে? "কালামিয়া" তো আর থামিবার পাত্র নন। তিনি আবারও নতুন নিক খুলিলেন, এবার নাম দিলেন "জাদুকর"। কিন্তু জাদু করিয়া তিনি নিজের স্বভাব বদলাইতে পারিলেন না। ব্লগারদের সাথে নেতিবাচক আচরণ করিয়া তিনি আবারও ব্যান খাইলেন।
এবার ব্লগ মডারেটর ঘোষণা দিলেন, "কালামিয়া" যেই নিকেই আসুন না কেন, তাহাকে আর ব্লগে স্থান দেওয়া হইবে না। কিন্তু "কালামিয়া" তো আর থামিবার কেহ নন। তিনি আবারও ফিরিয়া আসিলেন, এবার "মায়াবী" নামে। কিন্তু মায়া করিয়া তিনি কাহারও মন জয় করিতে পারিলেন না, বরং আবারও বাজে আচরণ করিয়া ব্যান খাইলেন। তাহার শাগরেদও জুটিয়া গেল কিছু। তাহারা তাহার অভাবে ব্লগে হাহাকার করিতে লাগিলেন।
এখন শুনা যাইতেছে, নতুন "ময়লাপরা" নিক ধারণ করিয়া পুনরায় ব্লগে আসিয়াছে। "ময়লাপরা"র কমেন্টের ধরণ দেখিয়া মনে হইতেছে, ইহা সেই "কালামিয়া"ই। ব্লগারদের কেউ কেউ মজা করিয়া বলিতেছে, "কালামিয়া"র দৃষ্টান্ত দেখাইয়া দেয়, "কয়লা ধুইলে ময়লা যায় না"। তিনি যত নিকই বদলান না কেন, তাহার স্বভাব বদলায় না। আসলে "কালামিয়া"র নতুন নিক "ময়লাপরা" হইলেও, তিনি যে আসলে "কালামিয়া"ই রহিয়া গিয়াছেন তাহাতে আর সন্দেহ কী? উহার বদঅভ্যাস যেন কয়লার কালি, ধুইয়াও ময়লা যায় না!
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২৫ সকাল ১১:০৬