হ্যান কারেঙ্গে, ত্যান কারেঙ্গে
পলায়নপর চোরের দল পালিয়েছে, পালিয়েছে গোষ্ঠীশুদ্ধ সবগুলো,
নাতি-পুতি মাঠে নেই একটাও, নেতা-পাতিনেতারা পালিয়েছেন আগেই।
ভারতের অলিগলিতে আবছা আলো-আঁধারে লুকিয়ে তারা,
পলাতক বলে আপাতত নিরাপদ, কিন্তু মাঝে মাঝে হুক্কাহুয়া করে ওঠে,
“হ্যান কারেঙ্গে, ত্যান কারেঙ্গে, লাঠিকে আন্ধার মুগুর কারেঙ্গে!”
বাংলাদেশকে উল্টে ফেলব বলে ঘোঁত ঘোঁত করে,
যা শুধু বুঝতে পারে না কিছু বোকাসোকা,
আওয়ামী লীগের মিথ্যে প্ররোচনায়, বিদেশী ষড়যন্ত্রের ছায়ায়,
দেশবিরোধী ধ্বংসযজ্ঞে মাঠে নামে তারা,
আগুন জ্বালিয়ে, রক্ত ঝরিয়ে, স্বপ্ন ভেঙে ছারখার করে,
কিন্তু ইতিহাসের রায় চিরস্থায়ী,
পলায়নপর কাপুরুষেরা কখনো বিজয়ী হয় না,
বাংলার মাটিতে তাদের ঠাঁই নেই,
এই মাটি কেবল সাহসীদের, দেশপ্রেমিকদের,
যারা “কারেঙ্গে” নয়, করেই দেখায়।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


