এ এক অভিনব ব্যাবসা। পুরস্কার দেশেও প্রদান করা যায়। কিন্তু সেটা করা হচ্ছে না। কারণ দেশে করলে যে এতটা লাভবান হওয়া যাবে না।
যদি বিদেশি কোন সংস্থা কতৃক কোন পুরস্কার বা এওয়ার্ড প্রদান করা হতো তাহলে মানা যেত। এখানে লাক্স-চ্যানেল আই পারফরমেন্স এওয়ার্ড অনুষ্টানটি পরিচালনা করেছে লাক্স ও চ্যানেল আই মিলে। আরব আমিরাতের বাঙালি প্রবাসিরা হয়তো একটু বেশিই বিনোদন প্রিয়। ফলে এই সুযোগটাই কাজে লাগাচ্ছে এওয়ার্ড কর্তৃপক্ষ। গতবার শুনে ছিলাম বিশ দিরহামের ট্রিকেট শেষ পর্যায়ে নাকি প্রবাসিরা কিনেছে 50 দিরহামেও।
আমাদের দেশে কি এমন কোন জায়গা পাওয়া যায়নি যেখানে এ এওয়ার্ড প্রদান করা যাবে না?
দেশের বাইরে এমন আয়োজন কে আমি বিরোধিতা করছি না, আমার কথা হল এ অনুষ্টানের নাম এওয়ার্ড প্রদান না করে যদি করা হত লাক্স-চ্যানেল আই কনসাট, তাহলে ভাল হত।
কনসার্ট বলে অনুষ্টান করলে তা বছরে একবার নয়, দুই বা তিন বারও করা যাবে। আশা করি লাক্স-চ্যানেল আই কতৃপক্ষ এ সুযোগটার কথা ভাববে, আর এ অনুষ্টানের নাম পরিবর্তন করে লাক্স-চ্যানেল আই কনসার্ট নামকরণ করবে এবং বেশি লাভবান হবে।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৬ রাত ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



