((বড় হওয়ার কতিপয় লক্ষণ))
যে সকল লক্ষণ গুলো আপনার এবং আপনার পরিপার্শ্বিক লোকজনের মধ্যে দেখা গেলে আপনি বুঝবেন আপনি বড় হয়েছেন :
যেদিন দেখবেন মসজিদের প্রথম কাতারে নামজে দাড়ানোর পর কেউ এসে টান দিয়ে পিছনের কাতারে দাড় করিয়ে দিচ্ছে না সেদিন বুঝবেন আপনি বড় হয়ে গেছেন।
যেদিন দেখবেন বাজারের তরকারি ওয়ালা কিংবা বাসের মধ্যে হকার 'বাবু কিছু নিবা? ' না বলে বলছে 'ভাই কিছু নিবেন?' সেদিন বুঝবেন বড় হয়ে গেছেন।
যেদিন দেখবেন সেলুনে চুল কাটাতে গিয়ে চেয়ারের উপর কাঠের তক্তা পেতে বসতে দিচ্ছে না সেদিন বুঝবেন বড় হয়ে গেছেন।
যেদিন দেখবেন পাশের বাড়ির মেয়েটা ছাদে উঠে আপনার জানালার দিকে উঁকিঝুঁকি মারছে সেদিন বুঝবেন বড় হয়ে গেছেন।
যেদিন দেখবেন পাশের বাড়ির মেয়েটার উঁকিঝুঁকি মারার কারনে আপনার মনের মধ্যে উথালপাতাল হয়ে যাচ্ছে সেদিন বুঝবেন বড় হয়ে গেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



