যখন তুমি ছিলে তখন বুঝিনি কি ছিলে
যখন হারিয়ে গেলে তখন ভাসি অশ্রুজলে..
এ যে ভাগ্য বিধাতার হাতে লেখা ইতিহাস
নিয়িতির সাথে গলাগলি ধরে করি বসবাস...
আর কেউ ভাবে না তোমার মত করে
কে আছে আপন ভাবি এ সংসারে....
তুমি নেই আমি ভাল নেই শুধু শূণ্যতা
জানি আর কোনদিনও আসবে না পূর্ণতা.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




